<p>জলরং শিল্পীদের সংগঠন 'রঙের গাড়ি'। যাত্রা শুরু ২০১৭ সালে। প্রতিষ্ঠার পর থেকে একের পর এক কর্মশালা, প্রদর্শনী, আর্ট ক্যাম্পের মতো আয়োজন চালিয়ে যাচ্ছে সংগঠনটি।</p> <p>সংগঠনের পক্ষ থেকে প্রতিবছর একটি আয়োজন থাকে দেশের বাইরে। কেবল করোনা পরিস্থিতিতে নয়, স্বাভাবিক পরিস্থতিতেও রঙের গাড়ি প্রতিমাসে অনলাইনে আয়োজন করে আসছে জলরঙে আঁকা ছবির প্রতিযোগিতা। এতে তিনজনকে পুরস্কৃত করা হয়। এক বছরের বেশি সময় ধরে চলেছে এই আয়োজন। এরইমধ্যে শুরু হলো বিশ্বব্যাপী করোনা মহামারি। সাজানো সব কর্মকাণ্ড এলোমেলো হয়ে গেল। কিন্তু যারা ছবি আঁকেন তাদের আঁকাঝোঁকা তো আর থেমে নেই।</p> <p><img alt=\"\" src=\"/ckfinder/userfiles/images/Untitled-1(60).jpg\" style=\"height:483px; width:800px\" /><br /> প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার পাওয়া ছবি। </p> <p>শিল্পীদের কাজের বিষয়টি বিবেচনা করে রঙের গাড়ি এবার আয়োজন করেছে জলরঙে আঁকা ছবির প্রতিযোগিতা। রঙের গাড়ি অনলাইন জলরং কম্পিটিশন- ২০২০' শিরোনামের এই আয়োজনে পুরস্কারমান ধার্য করা হয়েছে পাঁচ হাজার, তিন হাজার ও দুই হাজার টাকা। তাতে ব্যাপক সাড়াও মিলেছে। ১২টি দেশ থেকে ৩২২টি ছবি জমা পড়ে প্রতিযোগিতায়। এসব ছবির ভেতর থেকে প্রাথমিকভাবে রাখা হয় ২৯১টি ছবি। সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়সহ মোট ১০ জনকে নির্বাচন করা হয় পুরস্কার প্রদানের জন্য। আগামীকাল বুধবার (২৬ আগস্ট) নির্বাচিতদের দেওয়া হবে এই পুরস্কার।</p> <p>প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের মিম জান্নাতুল ফেরদৌস, দ্বিতীয় থাইল্যান্ডের শিল্পী সিওয়া ইন্তখোট এবং তৃতীয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সৌরভ বনিক। এছাড়া আরও সাতজন রয়েছেন পুরস্কারপ্রাপ্তদের তালিকায়। এরা হলেন মালয়েশিয়ার শিল্পী সি থো, বাংলাদেশের শিল্পী মারজান কবির, মো. রিপন খান ও মাসুদ রানা রাসেল, ভারতের শিল্পী অলোক তালুকদার ও দীপঙ্কর মাইতি এবং থাইল্যান্ডের শিল্পী থাম্মাসাক আউরাগসাকুল। </p> <p><img alt=\"\" src=\"/ckfinder/userfiles/images/xyz.jpg\" style=\"height:483px; width:800px\" /><br />                                                  এই ছবিটি জিতেছে তৃতীয় পুরস্কার।</p> <p>সংগঠনের পরিচালক ফেরদৌস আরা রাসুল বলেন, 'চলমান করোনা পরিস্থিতিতে শিল্পীদের উৎসাহ দিতেই মূলত আয়োজন করা হয়েছে এই বিশেষ প্রতিযোগিতার। এ জন্য জুরি বোর্ড গঠন করে ছবির বাছাইকাজ সম্পন্ন হয়। বিচারক হিসেবে পাঁচজন বিশেষজ্ঞ অনলাইনে উপস্থিত থেকে ছবির এই বাছাইকাজ শেষ করেছেন। এঁরা হলেন বাংলাদেশ থেকে শিল্পী রঞ্জিত দাস, শিল্পী কামাল উদ্দিন ও শিল্পী মিন্টু দে, কলকাতা থেকে শিল্পী কঙ্কণ দাস এবং থাইল্যান্ড থেকে শিল্পী লাফে।' </p> <p>ফেরদৌস আরা আরো বলেন, 'রঙের গাড়ি-কে আমরা শিল্পীদের জন্য একটি আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে চাই। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা বেশকিছু পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছি। এজন্য শিল্পীদের স্কলারশিপ চালু করারও পরিকল্পনা রয়েছে আমাদের।' </p>