<p>সার্চ ইঞ্জিন গুগলে প্রবেশ করলে এখন একটি গেম দেখা যাবে। চাঁদের বিভিন্ন ধাপ সম্পর্কে শিক্ষা দিতে গুগল ডুডলে নতুন এই  ইন্টার‌্যাকটিভ গেম সিরিজের উন্মোচন করা হয়েছে। গেমটির নাম ‘রাইজ অব দ্য হাফ মুন’। এটি অক্টোবর মাসের শেষার্ধের অর্ধচাঁদ উদযাপন করতে চালু হয়েছে, যা বৃহস্পতিবারে ঘটবে। গেমটিতে প্রতিযোগিতার মাধ্যমে চন্দ্র চক্র সম্পর্কে খেলোয়াড়রা তাদের জ্ঞান পরীক্ষা করার সুযোগ পাবে।</p> <p>গেমটি বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশের গুগল সার্চ প্ল্যাটফরমে পাওয়া যাচ্ছে। গুগল গেমটি সম্পর্কে বলেছে, ‘আপনি এই নতুন ডুডল গেম সিরিজ নিয়ে খুব খুশি হবেন! চন্দ্রের ধাপগুলোকে যুক্ত করার মাধ্যমে পয়েন্ট অর্জনের জন্য খেলোয়াড়দের এই কার্ড গেমে অংশ নিতে হবে। আপনি যদি যথেষ্ট দক্ষ হন এবং গেম শেষ করতে পারেন, তবে আপনি পুরস্কৃত হতে পারেন।’</p> <p><strong>কিভাবে খেলবেন</strong><br /> এই গেমটিতে ইন্টার‌্যাকটিভ ফরম্যাট রয়েছে, যেখানে চাঁদের বিভিন্ন পর্যায় প্রদর্শিত কার্ড থাকবে। চন্দ্র চক্রের কার্ড মেলানোর মাধ্যমে খেলোয়াড়রা পয়েন্ট পাবে। বিভিন্ন কার্ডের কম্বিনেশন বিভিন্ন পয়েন্টে মূল্যায়িত হবে। যেমন একটি ধাপের জোড়ায় এক পয়েন্ট, পূর্ণচাঁদের জোড়ায় দুই পয়েন্ট এবং তিন বা তার বেশি চন্দ্র চক্র জুড়লে এক পয়েন্ট করে পাওয়া যাবে।</p> <p>এভাবে বোর্ড পূর্ণ হলে গেম শেষ হবে। প্রতিটি কার্ডের জন্য খেলোয়াড় একটি পয়েন্ট পাবে এবং গেমের শেষে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জনকারী জয়ী হবে। চন্দ্র চক্রের ক্রম মনে রাখা চ্যালেঞ্জিং হতে পারে। তবে ইন্টার‌্যাকটিভ গেমে নিচে সহায়তা পাওয়া যাবে। টানা তিনটি গেম জিতলে খেলোয়াড়রা পুরস্কার পাবে।</p> <p><strong>গুগল ডুডলের ইতিহাস</strong><br /> বছরজুড়ে মাঝে মাঝে দেখা যায় গুগল ডুডল দেখা যায়, যা গুগলের এর প্রচলিত লোগোকে অ্যানিমেশনে রূপান্তরিত করে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বা ঐতিহাসিক মুহূর্তকে শ্রদ্ধা জানায়। ডুডল মৌসুম বা উৎসব উদযাপনের জন্যও ব্যবহার করা হয়।</p> <p>সূত্র : দ্য ন্যাশনাল নিউজ</p>