<p style="text-align:justify">পোশাক নিয়ে কঠোর বিধিনিষেধ আছে ইরানে। এর মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে এক তরুণী তার পরা কাপড় খুলে প্রতিবাদ জানিয়েছেন। নারীদের কঠোর পোশাকবিধির প্রতিবাদেই ওই নারী এমনটি করেছেন বলে ধারণা করা হচ্ছে।</p> <p style="text-align:justify">এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে হয়েছে। যেখানে দেখা গেছে, ওই নারী তার পরনের কাপড় খুলে অন্তর্বাস পরে বসেছিলেন ও ঘুরছিলেন।</p> <p style="text-align:justify">একটি ভিডিওতে দেখা গেছে, ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের একটি শাখার নিরাপত্তারক্ষীরা ওই নারীকে আটক করছেন। তবে ওই নারীর পরিচয় জানা যায়নি।</p> <p style="text-align:justify">যদিও বিশ্ববিদ্যালয়টির মুখপাত্র আমির মাহজব সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেছেন, ‘পুলিশের মতে, ওই নারী প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ছিলেন। তিনি মানসিক অসুস্থতায় ভুগছেন।’</p> <p style="text-align:justify">তবে কেউ কেউ বলছেন, ওই নারী প্রতিবাদ জানাতে জেনে-বুঝেই এমনটি করেছেন। শেষ পর্যন্ত ওই নারীর ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি।</p> <p style="text-align:justify">সংবাদমাধ্যমগুলো বলছে, ওই নারীকে একটি পুলিশ স্টেশনে নেওয়া হয়েছিল। পুলিশ বলছে, ওই নারী প্রচণ্ড মানসিক সমস্যায় ভুগছেন। তদন্তের পর তাকে মানসিক হাসপাতালে পাঠানো হতে পারে।</p> <p style="text-align:justify">২০২২ সালের সেপ্টেম্বরে তেহরানে মাথায় ঠিকমতো হিজাব না থাকায় মাশা আমিনি নামের এক কুর্দি নারীকে ধরে নিয়ে যায় ইরানের নীতি পুলিশ। পুলিশ হেফাজতেই আমিনির মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ইরানজুড়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তখন অনেকে মারাও যান।</p>