<p>ইসরায়েলের সঙ্গে বাহরাইনের স্বাভাবিক সম্পর্কের ঘোষণায় তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।</p> <p>গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইসরায়েল-বাহরাইন স্বাভাবিক সম্পর্কের ঘোষণার পর ফিলিস্তিন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘দখলদার রাষ্ট্র ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে বাহরাইনের স্বাভাবিক সম্পর্ক নিয়ে আমেরিকা ইসরায়েল ও বাহরাইন ত্রি-রাষ্ট্রীয় ঘোষণা প্রত্যাখ্যান করেছে এবং এর তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।’</p> <p>বাহরাইনের স্বাভাবিকিকরণের প্রতিবাদ জানিয়ে বাহরাইনের মানামায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত তাৎক্ষনিক ফিরিয়ে নেওয়ার ঘোষণা দেয় ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রণালয়। </p> <p>তাছাড়া ফিলিস্তিন কর্তৃপক্ষ বাহরাইনের এই ঘোষণাকে জেরুজালেম, আল আকসা মসজিদ ও ফিলিস্তিনবাসীর সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ বলে উল্লেখ করে।</p> <p>ফিলিস্তিনের রাজনৈতিক দল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) বাহরাইনের তীব্র জানায়। পিএলও-এর মহসচিব সায়েব এরাকাত এক বিবৃতিতে বলেন, ‘ফিলিস্তিনবাসীর মৌলিক অধিকারের বিনিময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প নিজের প্রেসিডেন্ট হওয়ার প্রচারণায় অবদান রাখছেন।’</p> <p>হামাসের পক্ষ থেকে বলা হয়, ‘বাহরাইন যা করেছে তা অত্যন্ত অসম্মানজনক এবং তা বাহরাইনের শাসকদের বড় ধরনের পতন ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করবে।</p> <p>হামাস, প্যালেস্টিয়ান ইসলামিক জিহাদ ও অন্যান্য দল ইসরায়েল-ফিলিস্তিন চুক্তিকে ‘আরব লিগের ব্যর্থতার ফল’ বলে উল্লেখ করে। এছাড়া গত সপ্তাহে আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের সভায় ফিলিস্তিনের উত্থাপিত আমিরাত-ইসরায়েল সম্পর্কের নিন্দা প্রস্তাব অগ্রাহ্য করা হয়।</p> <p>ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ার ঘোষণা দিয়ে বাহরাইন ফিলিস্তিন সঙ্কট সমাধানে ২০০২ সালের আরব পিস ইনিশিয়েটিভ এবং আরব ও ইসলামিক শীর্ষ সম্মেলনের প্রস্তাবিত সমাধানকে ছুড়ে ফেলার মতো মনে করেন অনেকে।</p> <p>ফিলিস্তিনের স্বাধীনতাকামী দলগুলো ইসরায়েলের সঙ্গে বাহরাইনের স্বাভাবিকীকরণের ঘোষণাকে যুক্তরাষ্ট্রের ঘোষিত শতাব্দীর চুক্তির অংশবিশেষ বলে মনে করছে, যে চুক্তির মাধ্যমে ফিলিস্তিন ইস্যুকে পুরোপুরি মুছে ফেলা হবে।</p> <p>যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েল-বাহরাইন সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণাকে স্বাগত জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু।</p> <p>গত ১৩ আগস্ট সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের ঘোষণা দেয়। ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়া আরব দেশগুলোর মধ্যে চতুর্থ দেশ হলো বাহরাইন। ১৯৮৯ সালে মিশর ও ১৯৯৪ সালে জর্দান এবং সর্বশেষ গত মাসে আরব আমিরাত ইসরায়েলকে স্বাভাবিক সম্পর্ক গড়েছিল।</p> <p>সূত্র : আনাদোলু এজেন্সি</p>