<p>কুয়েতের নবনিযুক্ত যুবরাজ হিসেবে শপথ গ্রহণ করেছেন শেখ মিসাল আল আহমদ আল জাবের আল সাবাহ।</p> <p>আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) কুয়েতের নতুন যুবরাজ হিসেবে ন্যাশনাল গার্ডের সহকারী প্রধান শেখ মিসালের পক্ষে সর্বসম্মতিক্রমে ভোট প্রদান করেন কুয়েতের সংসদ সদস্যরা। এরপ যুবরাজ হিসেবে তিনি শপথ গ্রহণ করেন। কুয়েতের বার্তা সংস্থা কুনি এ খবর নিশ্চিত করে।</p> <p>এর আগে গতকাল বুধবার কুয়েতের আমির শেখ নাওয়াফ আল সাবাহ যুবরাজের নাম ঘোষণা দেন।</p> <p>কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদের গত সপ্তাহে মৃত্যুর পর শেখ নাওয়াফ আল সাবাহ নতুন আমির নিযুক্ত হন। গতকাল শেখ মিসালের নাম যুবরাজ হিসেবে ঘোষণার পর আজ সংসদ সদস্যরাও সর্বসম্মতিক্রমে তাঁর পক্ষে ভোট প্রদান করে।</p> <p>কুয়েতের সংবিধান মতে আমির নিযুক্তির এক বছরের মধ্যে যুবরাজ নির্বাচন করা জরুরি। তাছাড়া সংসদের একটি বিশেষ অধিবেশনে অধিকাংশ সংসদ সদস্যের ভোটের পর যুবরাজকে শপথ গ্রহণ করতে হবে।</p> <p>শেখ মিসাল কুয়েতের সাবেক আমির আহমদ আল জাবের আল সাবাহের সপ্তম পুত্র। সদ্য প্রয়াত আমিরের জৈষ্ঠ্য ভাই। ১৯৪০ সালে তিনি জম্মগ্রহণ করেন। শাসক পরিবারের একজন প্রভাবশালী সদস্য তিনি। ২০০৪ সালের জানুয়ারি থেকে ন্যাশনাল গার্ডের সহকারি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন শেখ মিসাল। এর আগে ১৩ বছর জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের হেনডোন পুলিস কলেজ থেকে গ্রেজুয়েশন সম্পন্নকারী হিসেবে ন্যাশনাল গার্ড পুনর্গঠনে নানামুখী ভূমিকা পালন করেন। </p> <p>সূত্র : আল জাজিরা</p>