<p>রমজানের প্রথম দিনেই জেরুজালেমের আল আকসা মসজিদে লাউডস্পিকারে আজান বন্ধ রাখে ইসরায়েলি সেনারা। এ উদ্দেশ্যে মসজিদের চারটি মিনারের দরজায় তালা লাগিয়ে দেয় ইসরায়েলি পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) ইসরায়েলি সেনাদের তীব্র নিন্দা জানিয়েছে জর্দান। </p> <p>জেরুজালেমের পবিত্র স্থাপনা তদারককারী ওয়াকফ প্রতিষ্ঠান রমজানের প্রথম দিনেই লাউডস্পিকার বন্ধ করতে অস্বীকার করলে ইসরায়েলি সেনারা মসজিদে আকসার মিনারে তালা লাগায়। </p> <p>ওয়াকফ কর্মকর্তারা জানান, ইসরায়েলি সেনারা চেয়েছিল, মসজিদে আকসার বুরাক (পশ্চিম) দেয়ালের পাশে নতুন সৈন্যরা প্রার্থনা করার সময় যেন এটি শান্ত থাকে। </p> <p>জর্দান পরিচালিত জেরুজালেম ওয়াকফ এবং আল আকসাবিষয়ক বিভাগের কর্মকর্তাদের নানাভাবে ইসরায়েলি পুলিশ হয়রানি করছে বলেও পাওয়া গেছে।</p> <p>জর্দান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাইফুল্লাহ আল-ফায়েজ বলেন, পুরো বিশ্বের মুসলিমদের মধ্যে উত্তেজনা তৈরি করতে ইসরায়েল কাজ করছে। আন্তর্জাতিক নিয়ম ভেঙে ঐতিহাসিক স্থাপনার স্থিতিশীলতার বিরুদ্ধাচরণ করছে। </p> <p>তিনি আরো জানান, আল-আকসা মসজিদ ইসলামের বিশুদ্ধতম পবিত্র স্থান। আর জেরুজালেম ওয়াকফ বিভাগ এসব বিষয় তদারককারী একমাত্র প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন তিনি।</p> <p>জেরুজালেমের ওয়াকফ বোর্ড সূত্রে জানা যায়, ১৯৬৭ সালে ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারি শুরুর পর এবারই প্রথম আল-আকসা মসজিদের মিনারে প্রবেশে বাধা দিল দেশটি। এদিকে আজান দেওয়া বন্ধ রাখতে লাউডস্পিকারে তারের সংযোগ কেটে দেয় তারা। </p> <p>সূত্র : আরব নিউজ।</p>