<p>প্রকাশ করা হয়েছে ২০১৯ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফল। টানা চার বারের মতো এবারও এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের দিক থেকে এগিয়ে রয়েছে মেয়েরা।</p> <p>জানা গেছে, এ বছর ছেলেদের পাসের হার ৮১ দশমিক ১৩ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৮৩ দশমিক ২৮ শতাংশ। ব্যবধান অনুযায়ী, মেয়েদের পাসের হার ২ দশমিক ১৫ শতাংশ বেশি। </p> <p>এর আগে ২০১৮ সালে ছাত্রদের পাসের হার ছিল ৭৬.৭১ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৭৮.৮৫ শতাংশ। অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ছিল ২.১৪ শতাংশ বেশি। ২০১৭ সালে ছেলেদের পাসের হার ছিল ৭৯.৯৩ শতাংশ এবং মেয়েদের ছিল ৮০.৭৮ শতাংশ। আর ২০১৬ সালে ছেলেদের পাসের হার ছিল ৮৮.২ শতাংশ এবং মেয়েদের ছিল ৮৮.৩৯ শতাংশ। সব মিলিয়ে পাসের হারের দিক থেকে টানা চার বারই এগিয়ে রয়েছে মেয়েরা।</p> <p>আজ সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ২০১৯ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় জানানো হয়, ১০টি বোর্ডে গড় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ।  </p>