<p>রাজধানী প্রাণকেন্দ্র সংসদ ভবনের পাশে চন্দ্রিমা উদ্যানে করোনাভাইরাসের কারণে এখন বিরাজ করছে নিস্তব্ধতা। আজ সোমবার সকালে পার্কটিতে গিয়ে দেখা যায় জনসমাগম খুবই কম। হঠাৎ দুই-একজনকে শরীরচর্চা করতে দেখা যাচ্ছে। পার্কে ডাকছে কোকিল।</p> <p>নিরাপদ দূরত্ব বজায় রেখে শরীরচর্চা করছেন তারা।</p> <p>ভিডিওতে দেখুন সংসদ ভবনের পাশে চন্দ্রিমা উদ্যানের সামনের অংশের দৃশ্য-</p> <p><iframe frameborder=\"0\" height=\"322\" scrolling=\"no\" src=\"https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fkalerkantho%2Fvideos%2F548299809133996%2F&show_text=0&width=560\" style=\"border:none;overflow:hidden\" width=\"560\"></iframe></p> <p>করোনাভাইরাস পরিস্থিতিতে রমনা পার্ক বন্ধ। তবুও থেমে নেই শরীরচর্চা। </p> <p>সকালে সরেজমিনে দেখা যায়, রমনা পার্ক বন্ধ থাকায় এখন নিরাপদ দূরত্ব বজায় রেখে শরীরচর্চা চলছে সুগন্ধার সামনে।</p> <p>ভিডিওতে দেখুন-</p> <p><iframe frameborder=\"0\" height=\"322\" scrolling=\"no\" src=\"https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fkalerkantho%2Fvideos%2F661995847897603%2F&show_text=0&width=560\" style=\"border:none;overflow:hidden\" width=\"560\"></iframe></p> <p> </p> <p>এদিকে করোনাভাইরাসের কারণে গুলশান লেক পার্ক, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক ও বারিধারা লেক ভিউ পার্ক; গুলশানে অবস্থিত এই তিন পার্কেই জনসাধারণ প্রবেশ নিষিদ্ধ।</p>