<p>সাবমেরিন কেবলের জটিলতায় দেশের ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সাবমেরিন কেবল কম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।</p> <p>আজ রবিবার সকাল থেকেই ব্যবহারকারীরা ইন্টারনেটের ধীরগতির কারণে সমস্যায় পড়েছেন। সকাল থেকেই গতি অর্ধেকে নেমে গেছে বলে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।</p> <p>কুয়াকাটার মাইটভাঙ্গা এলাকায় অবস্থিত সিমিউই-৫ সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় রাত ৯টার আগ পর্যন্ত এই গতি স্বাভাবিক হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে বিএসসিসিএল।</p>