<p>করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেও সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড আর্থিকভাবে অস্বচ্ছল ১ হাজার ২৭৫ জন বিচারপ্রার্থীকে আইনি সহায়তা দিয়েছে। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের সমন্বয়কারী রিপন পল স্ক্রু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।</p> <p>সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মোকাবিলায় সরকার ২০২০ সালের ২৫ মার্চ সকল অফিস-আদালত বন্ধ ঘোষণা করে। প্রায় ৬৬ দিন অফিস বন্ধ থাকার পর সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে ৩১ মে থেকে অফিস-আদালত খুলতে শুরু করে। এ অবস্থায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের সার্বক্ষণিক তত্ত্বাবধানে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস কর্তৃক করোনাকালীন বিগত ৬ মাসে ১ হাজার ২৭৫ জন আইন সহায়তা প্রত্যাশিদের আইনি পরামর্শ প্রদান করা হয়। এদের মধ্যে নারীর সংখ্যা ৩৫৪ ও পুরুষের সংখ্যা ৮৮১ জন। অন্যদিকে ৫৪টি মামলায় আইনজীবী নিয়োগ করে অসহায় বিচারপ্রার্থীদের আইনগত অধিকার প্রতিষ্ঠায় সহায়তা করা হয়। শুধু তাই নয়, প্যানেল আইনজীবীদের পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালনের কারণে করোনাকালীন বিগত ৬ মাসে ৩৩টি মামলার নিষ্পত্তি সম্ভব হয়েছে।</p> <p>বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কেন্দ্রীয় কার্যালয় হতে বিভিন্ন সময়ে স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি এই করোনাকালীন সময়েও কিভাবে নিরাপদ থেকে সরকারি আইনগত সহায়তা অব্যাহত রাখা যায় সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ পরিস্থিতিতে সুপ্রীম কোর্ট লিগ্যাল এইড অফিস প্যানেল আইনজীবীদের সাথে নিয়ে সরকারি আইনি সেবা প্রদান অব্যাহত রেখে চলেছে। নিজেরা সুস্থ থাকার পাশাপাশি অফিসে আগত আইন সহায়তা প্রত্যাশিদের সুস্থতার দিকে লক্ষ্য রেখে কার্যক্রম অব্যাহত রেখেছে।</p>