<p>করোনাভাইরাসের হুমকির মাঝেও ব্যস্ত ঢাকায় এবার যেন লেগেছে ঈদের আমেজ। আগামীকাল শুক্রবার ঈদ। এর আগেই আজ বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন রাস্তা ফাঁকা হয়ে গেছে। নেই চিরচেনা যানজট। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় প্রাইভেটকার, পিকআপ-ট্রাক ও ছোট যানবাহনে বাড়ির পথে রওনা দিচ্ছেন অনেকেই।</p> <p>বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে ঈদের ছুটি শুরু হওয়ায় সড়কে কমে গেছে যানবাহনের চাপ। ফলে রাজধানীতে যাতায়াত করা যাচ্ছে ভোগান্তি ছাড়াই।</p> <p>গতকাল বুধবার থেকেই বিভিন্ন অফিস-আদালতে ঈদুল ফিতরের ছুটি শুরু হয়েছে। তবে করোনার কারণে রাজধানীতে আগে থেকেই মানুষ কম ছিল। এরপর করোনার ঝুঁকি মাথায় নিয়ে লকডাউনের মাঝে রাজধানীবাসী বেশ কয়েক দিন আগে থেকেই প্রস্তুতি নিয়ে ঢাকা ছাড়তে শুরু করেছে।</p> <p>তবে রাজধানী ত্যাগ করার জন্য বিভিন্ন বাসস্ট্যান্ডে ব্যাগ, জিনিসপত্রসহ কিছু লোকজনকে দেখা যাচ্ছে। তারা নানাভাবে ছোট যানবাহনে রাজধানী ছাড়ার চেষ্টা করছেন। এই দৃশ্য দেখা যায় গাবতলী, যাত্রাবাড়ী, মহাখালী, উত্তরা আব্দুল্লাহপুর, সাভার ও আশুলিয়া এলাকায়।</p> <p>এদিকে ঢাকার রাস্তায় যাত্রী না থাকায় কমে গেছে অভ্যন্তরীণ বাস চলাচলও।</p>