<p>সিলেটে বন্যার্তদের জন্য ৮ হাজার প্যাকেট ত্রাণ পাঠিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ বসুন্ধরা গ্রুপ। সিলেট জেলা প্রশাসনের কাছে সাড়ে ৫ হাজার প্যাকেট ত্রাণ হস্তান্তর করে বসুন্ধরা। পাশাপাশি কানাইঘাটে আরও আড়াই হাজার প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়। এর আগেও সিলেটে বন্যার্তদের সহায়তায় দুই দফায় আরও ১২ হাজার ত্রাণ বিতরণ করে বসুন্ধরা গ্রুপ।  </p> <p>আজ শুক্রবার (২৪ জুন) সকালে বসুন্ধরা গ্রুপের কর্মকর্তাদের কাছ থেকে এসব ত্রাণ গ্রহণ করেন সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান ও জেলা ত্রাণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম।  </p> <p>এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ফরেন অ্যাডভাইজার ড. সাজ্জাদ হায়দার, হেড অব পাবলিক রিলেশন অফিসার (পিআর) শেখ মোহাম্মদ মিজানুর রহমান, মেজর জুবায়ের আহমেদ সরকার, স্কোয়ার্ডন লিডার গোলাম মোস্তফা, লেফটেন্যান্ট আব্দুল মান্নান, এমডি সেক্রেটারি আমিনুল ইসলাম প্রমুখ।</p>