<p>রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ২ থেকে ৪ মার্চ শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)’। ১১তম এই মেলার আয়োজন করেছে পর্যটন খাতের বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। মেলায় তিনটি হলে ১৬টি প্যাভিলিয়নসহ ১৫০টি স্টল থাকবে।</p> <p>আজ রবিবার রাজধানীর একটি হোটেলে টোয়াব আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় ফার্স্ট ট্রিপ ও টোয়াবের মধ্যে টাইটেল স্পন্সরশিপ চুক্তি সই হয়। ফার্স্ট ট্রিপের চিফ অপারেটিং অফিসার হাসনাইন রফিক ও টোয়াবের পরিচালক (বাণিজ্য ও মেলা) মো. আনোয়ার হোসেন চুক্তিপত্রে সই করেন।</p> <p>টোয়াবের পরিচালক (বাণিজ্য ও মেলা) মো. আনোয়ার হোসেন জানান, এবারের মেলায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম, জাপান ও তুরস্কের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্ট অংশ নেবে। এ ছাড়া আন্তর্জাতিক ও দেশি এয়ারলাইনস, হসপিটাল, ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্সি প্রদর্শক হিসেবে অংশগ্রহণ করেছে।</p> <p>টোয়াবের সভাপতি শিবলুল আজম কোরেশী বলেন, ‘টোয়াব বাংলাদেশের পর্যটনশিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন এবং বিটিটিএফ বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় পর্যটন মেলা। আমরা আশা করছি, এই মেলা দেশের পর্যটনশিল্পের প্রসার ঘটাবে এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’</p> <p>সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন টোয়াবের সভাপতি শিবলুল আজম কোরেশী এবং সঞ্চালনা করেন টোয়াবের পরিচালক (গণমাধ্যম ও প্রকাশনা) মোহাম্মাদ ইউনুছ।</p>