<p>আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) ট্রেনিয়ার প্লাস সিলভার পদক পেয়েছে সিভিল এভিয়েশন একাডেমি। ডমিনিকান রিপাবলিকের পুন্টাকানায় আায়োজিত সিম্পোজিয়ামে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মফিদুর রহমানের নিকট ওই পদক হস্তান্তর করেন আইসিএও প্রেসিডেন্ট ও সেক্রেটারি জেনারেল।</p> <p>আজ রবিবার (৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডমিনিকান রিপাবলিকের পুন্টাকানায় আইসিএও গ্লোবাল ইমপ্লিমেনটেশন সার্পোর্ট সিম্পোজিয়াম (জিআইএসএস)-২০২৪ অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে আন্তর্জাতিক বেসমরিক বিমান চলাচল সংস্থার নেতৃবৃন্দসহ বিভিন্ন দেশের বিমান চলাচল সম্পর্কিত মন্ত্রীবর্গ, সিভিল এভিয়েশন সংস্থার প্রধান, সিভিল এভিয়েশন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নির্বাহীগণ এবং এভিয়েশন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এভিয়েশন সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। বাংলাদেশ হতে তিন সদস্যের একটি প্রতিনিধিদল এ সম্মেলনে অংশগ্রহণ করেন।</p> <p>আধুনিক ও প্রযুক্তিনির্ভর এভিয়েশন খাতের দক্ষ ও কারিগরি জ্ঞান সম্পন্ন জনবল তৈরিতে সিভিল এভিয়েশন একাডেমি গত দুই বছরের ও বেশ সময় ধরে আইসিএও-এর সক্রিয় সহযোগিতায় প্রশিক্ষণের মানোন্নয়নে কাজ করে চলেছে। সিভিল এভিয়েশন একাডেমির কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে পরিচালিত হওয়ায় আইসিএও-এর পক্ষ হতে সিভিল এভিয়েশন একাডেমিকে প্রাথমিক তথা ব্রোঞ্জ ক্যাটাগরি হতে সিলভার ক্যাটাগরিতে উন্নীত করেছে। সিভিল এভিয়েশন একাডেমির এই সনদ লাভ বাংলাদেশের এভিয়েশন খাতে দক্ষ জনবল তৈরিতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।</p>