<p>বঙ্গোপসাগরে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) আবারও লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বিক্ষিপ্তভাবে দেশের উপকূলীয় অঞ্চলে কিছু বৃষ্টিপাত হলেও সামগ্রিকভাবে দেশে বৃষ্টি বাড়ার তেমন সম্ভাবনা নেই। </p> <p>আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবারও দেশে বৃষ্টিপাত অনেকটাই কম থাকতে পারে। এতে দিনের তাপমাত্রা বেড়ে গরমের অনুভূতি কিছুটা বেশি হতে পারে।<br />  <br /> এদিকে বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।<br />  <br /> এ বিষয়ে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির কালের কণ্ঠকে বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটির প্রভাবে বৃষ্টিপাত তেমন বাড়ার সম্ভাবনা নেই। আমরা ধারণা করছি, লঘুচাপটি ভারতের ওড়িশার উপকূল দিয়ে চলে যাবে। এর প্রভাবে হয়তো বিক্ষিপ্তভাবে দেশের উপকূলীয় অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আগামী ৯ বা ১০ সেপ্টেম্বর থেকে দেশে আবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে।’<br />  <br /> আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বাকি বিভাগগুলোর দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে আজ।<br /> আগামী দুই-তিন দিন বৃষ্টিপাত কম-বেশি একই রকম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বৃষ্টি কম থকায় গরম কিছুটা বেশি অনুভূত হতে পারে। তবে আগামীকাল শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। </p> <p>এদিকে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে উত্তরাঞ্চলের জেলা নীলফামারীতে। জেলার ডিমলায় অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণাগারে এ সময় ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে এটি ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) বর্ষণ।</p> <p>শুধু নীলফামারী জেলা নয়, পুরো রংপুর বিভাগেই গতকাল বৃষ্টি বেশি ছিল দেশের অন্যান্য অঞ্চলের তুলনায়। সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগের রংপুর জেলায় ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। </p> <p>গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুরে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২.৮ ডিগ্রি।<br />  </p>