<p>ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। বিষয়টিকে তিনি নতুন বাংলাদেশ সৃষ্টির অগ্রযাত্রা হিসেবে উল্লেখ করেছেন।</p> <p>তিনি তার ভেরিফায়েড ফেসবকু পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান। সারজিস আলম ওই পোস্টে লিখেছেন, ‘প্রাথমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ৷ নতুন এক বাংলাদেশ সৃষ্টির অগ্রযাত্রা শুরু হোক আজ থেকে...।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তা বদলি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/20/1726824219-8e36ad7c34b8c69d4324f542d11f6edd.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তা বদলি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/09/20/1427210" target="_blank"> </a></div> </div> <p>কমেন্ট বক্সে সারজিস আরো লিখেছেন, ‘আশা করছি দলীয় কিছু ক্ষুদ্র স্বার্থকে উপেক্ষা করে বাংলাদেশের সব রাজনৈতিক দল দেশের বৃহত্তর স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে সমর্থন জানাবে ৷ কারণ এটা বাংলাদেশের ছাত্র-জনতার প্রাণের দাবি ৷ রাজনৈতিক সচেতনতা, নেতৃত্বের বিকাশ ও গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য নিয়মিত ছাত্রসংসদ নির্বাচন করতে হবে।’</p> <figure class="image"><img alt="34654" height="493" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/timir/1/তরীকত ফেডারেশন/Sarjis post.JPG" width="450" /> <figcaption>সারজিস আলমের ফেসবুক পোস্ট।</figcaption> </figure> <p>বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ঢাবির প্রশাসনিক ভবনে উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভা শেষে একাধিক সিন্ডিকেট সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।</p> <p>তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।</p>