<p style="text-align:justify">প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে যাওয়া কর্মীদের জন্য বিমানবন্দরে আলাদা স্পেশাল লাউঞ্জের ব্যবস্থা করা হচ্ছে। আমরা ইতিমধ্যে জায়গা ঠিক করেছি, সিভিল এভিয়েশনের সঙ্গে কথা হয়েছে, আশা করি দুই সপ্তাহের মধ্যে হয়ে যাবে।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘লাউঞ্জ হলে প্রবাসী কর্মী ভাই-বোনদের যন্ত্রণা অনেক লাঘব হবে। এর পাশাপাশি অন্যান্য যে ভিআইপি সুবিধা সেগুলোও থাকবে। বিমানবন্দরে প্রবেশের মুহূর্ত থেকে প্লেনে ওঠার আগ পর্যন্ত যে লাউঞ্জ থাকে সেই পর্যন্ত সহায়তার জন্য প্রতিটি স্তরে তাদের সঙ্গে একজন লোক থাকবে। আমরা মনে করি, এটি প্রবাসীদের প্রতি উদারতা নয়। এটি আমাদের দায়বদ্ধতা তাদের প্রতি। এটি বহু আগে করা উচিত ছিল।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ত্রাণ কার্যক্রমের বর্ণনা নিয়ে প্রেজেন্টেশন দিলেন শায়খ আহমাদুল্লাহ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/05/1728138979-81ea9caa5ec89580e88c301b991c34dd.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ত্রাণ কার্যক্রমের বর্ণনা নিয়ে প্রেজেন্টেশন দিলেন শায়খ আহমাদুল্লাহ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/10/05/1432113" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">আজ শনিবার (৫ অক্টোবর) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের বিজয় একাত্তর হলে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণ বিষয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং মালয়েশিয়ার পার্কেসোর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।</p> <p style="text-align:justify">মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার বাংলাদেশির বিষয়ে তিনি বলেন, ‘গতকাল (শুক্রবার) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে এসেছিলেন। আমরা হোটেলে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করার আগে ১৮ হাজার কর্মীর বিষয়ে প্রধান উপদেষ্টা কথা বলেছেন। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম প্রতিশ্রুতি দিয়েছেন এই ১৮ হাজার বাংলাদেশিকে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হবে। এখন একটা বিষয় মাথায় রাখতে হবে, প্রতিশ্রুতি মানেই কিন্তু নিশ্চিত নয়। আমরা মালয়েশিয়ায় আমাদের হাইকমিশন এবং আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে এই প্রতিশ্রুতি কার্যকর করতে যত দ্রুত সম্ভব প্রচেষ্টা চালাব। আজ রাতে মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে মিটিং আছে সেখানে আমি বিষয়টি নিয়ে আলাপ করব, আমরা একটা রোডম্যাপ তৈরি করব।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত বৃদ্ধি গণ-অভ্যুত্থানের ত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/05/1728138058-4cdf551601d6c7f9abbd061ebd247d38.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত বৃদ্ধি গণ-অভ্যুত্থানের ত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/05/1432109" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি বলেন, ‘আমি বৈঠকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তিনটি বিষয়ে আলোচনা করেছি। তার মধ্যে বলেছি মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার ফের চালু করার বিষয়ে। পাশাপাশি যে ১০০ রিক্রুটিং এজেন্সির মধ্যে সীমাবদ্ধ ছিল রিক্রুটমেন্ট প্রসেস, সেটি উন্মুক্ত করে দেওয়ার অনুরোধ জানিয়েছি। সব রিক্রুটিং এজেন্সি যাতে কাজ করতে পারে এবং প্রক্রিয়াটি যেন স্বচ্ছ হয়। তৃতীয়ত বলেছিলাম, কর্মীদের বেতন বৃদ্ধি করা যায় কি না। আমার কাছে মনে হয়, তিনি এটি মানবিক দৃষ্টি থেকে বিবেচনায় নিয়েছেন।’</p> <p style="text-align:justify">অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন,  ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান প্রমুখ।</p>