<p>বায়ুদূষণে বিশ্বের মধ্যে শীর্ষস্থানে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। আজ বুধবার সকাল ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে। </p> <p>এদিকে আজ ঢাকার বায়ুমানের অবস্থান ৮৯তম। হালকা ও মাঝারি বৃষ্টির কারণে বায়ুদূষণের তালিকায় শহরটি পরিমিত অবস্থানে রয়েছে। </p> <p>আইকিউএয়ার বলছে, আজ দিল্লির বায়ুর মানের স্কোর ২৭১, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ুকে নির্দেশ করে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর হচ্ছে ২০৮ অর্থাৎ সেখানকার বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’। আর তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি, শহরটির স্কোর ১৭২। অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর।</p> <p>আজ দূষণের তালিকায় ঢাকার অবস্থান ৪১তম। আর ঢাকার বায়ুর মানের স্কোর ১৩৪, যার অর্থ ঢাকার বায়ুর মান পরিমিত অবস্থানে। </p> <p>আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।<br />  </p>