<p>বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ আজ বৃহস্পতিবার মধ্যরাত নাগাদ ভারতের ওড়িশা রাজ্যের পুরী ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝখান দিয়ে উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় ১৪ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে। বাংলাদেশে এর প্রভাব ও ঝুঁকি সম্পর্কে কালের কণ্ঠ’র সঙ্গে কথা বলেছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান। সাক্ষাৎকার নিয়েছেন খায়রুল কবির চৌধুরী।<br />  <br /> <strong>কালের কণ্ঠ :</strong> শেষ মুহূর্তে ঘূর্ণিঝড় দানা দিক পরিবর্তনের সম্ভাবনা কতটুকু? ডান দিকে সরে বাংলাদেশে উপকূলে আঘাতের আশঙ্কা আছে?</p> <p><strong>আবদুর রহমান :</strong> না। আপাতত আমরা আর তেমন সম্ভাবনা দেখছি না। এটি মূলত ভারতের ওড়িশার পুরী ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝখান দিয়ে ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানবে আজ (বৃহস্পতিবার) মধ্যারাত নাগাদ।</p> <p><strong>কালের কণ্ঠ :</strong> বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ের প্রভাব বা ঝুঁকি কেমন?</p> <p><strong>আবদুর রহমান </strong>: ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে ওড়িশা ও পশ্চিমবঙ্গ এবং এর মাঝের অঞ্চলগুলোতে। বাংলাদেশে আসলে সেভাবে বড় ঝুঁকির কিছু নেই। কোথাও কোথাও দমকা হাওয়াসহ বৃষ্টি হবে। জলোচ্ছ্বাসও খুব একটা বেশি হবে যে- এমনটা না।</p> <p><strong>কালের কণ্ঠ </strong>: জলোচ্ছ্বাসের ঝুঁকি সম্পর্কে একটি বিস্তারিত বলবেন? জলোচ্ছ্বাস কখন হতে পারে?</p> <p><strong>আবদুর রহমান :</strong> ঘূর্ণিঝড় স্থলভাগ অতিক্রমের আগের মুহূর্ত থেকে অতিক্রমের সময়জুড়ে সাধারণত জলোচ্ছ্বাস হয়। সে হিসেবে জলোচ্ছ্বাসও আজ মধ্যরাতের দিকেই হওয়ার সম্ভাবনা বেশি। সাধারণত ঘূর্ণিঝড়ের কেন্দ্র যেদিক দিয়ে যায় তার ডান পাশে জলোচ্ছ্বাস হয়। এরপর ঘূর্ণিঝড় যত দ্রুত যাবে জলোচ্ছ্বাসের পরিমাণও তত কমতে থাকবে। আমরা ইতোমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছি যে উপকূলীয় ১৪ জেলায় স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।</p> <p><strong>কালের কণ্ঠ :</strong> ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত কতক্ষণ অব্যাহত থাকতে পারে?</p> <p><strong>আবদুর রহমান :</strong> আজ রাতে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। আগামীকাল শুক্রবার দুপুরের পর থেকেই বৃষ্টি ধীরে ধীরে কমতে শুরু করবে।</p> <p><strong>কালের কণ্ঠ :</strong> উপকূল অতিক্রমের পর ঘূর্ণিঝড় দানার আচরণ কেমন হতে পারে?</p> <p><strong>আবদুর রহমান :</strong> এই ঘূর্ণিঝড়টি স্থলভাগে উঠে কিছুটা দক্ষিণ-পশ্চিম দিকে ঘুরতে পারে। সাধারণত স্থলভাগে ওঠার পর ঘূর্ণিঝড়গুলো একটু উত্তর বা উত্তর-পূর্ব দিকে ঘুরে যায়। কিন্তু পশ্চিমা বাতাস বা জেট স্ট্রিমের প্রভাব পড়লে দক্ষিণ-পশ্চিম দিকে যায়। এই ঘূর্ণিঝড়টির ক্ষেত্রেও এ রকম সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। অর্থাৎ বাংলাদেশ থেকে আরো উল্টো দিকে যাওয়ার সম্ভাবনা বেশি।</p> <p><strong>কালের কণ্ঠ :</strong> এই ঘূর্ণিঝড়ের পর চলতি মাসে আর কোনো ঝড় বা দুর্যোগের আশঙ্কা আছে?</p> <p><strong>আবদুর রহমান :</strong> না, এই মাসে আর তেমন কোনো আশঙ্কা নেই। তবে জলবায়ু বিবেচনায় আমাদের অঞ্চলে নভেম্বর মাসেও ঘূর্ণিঝড় হয়। ফলে তখন হলেও হতে পারে। তা এখনই বলা সম্ভব নয়।</p> <p><strong>কালের কণ্ঠ :</strong> আগামী কিছুদিন আবহাওয়া কেমন থাকতে পারে?</p> <p><strong>আবদুর রহমান :</strong> ঘূর্ণিঝড়ের পর যেহেতু আকাশ পরিষ্কার হয়ে যাবে, সূর্যের আলো বেশি আসবে তাই দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কিন্তু রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এখন দিনও ছোট হয়ে আসছে। সেই সঙ্গে সামনে উত্তরের বাতাসও প্রবাহিত হওয়া শুরু করবে। ফলে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে।</p> <p>মোহাম্মদ আবদুর রহমান খান।<br /> আবহাওয়াবিদ, আবহাওয়া অধিদপ্তর।<br />  </p>