<p>ঘূর্ণিঝড় দানা বৃহস্পতিবার মধ্যরাতে ভারতের উপকূলে আঘাত হেনে অনেকটাই দুর্বল হয়ে গেছে। ফলে বাংলাদেশের ওপর এর প্রভাবও কমে গেছে। শুক্রবার (২৫ অক্টোবর) অনেকটাই কমে গেছে বৃষ্টিপাত।</p> <p>আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার বৃষ্টি আরো কমবে। দানার প্রভাব কেটে যাওয়ায় দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে আগামী কিছু দিন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সারজিস ও হাসনাতকে প্রতিহত করতে জাপার বিক্ষোভ, হুমকি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/25/1729868634-423a5786a5d4a2cb455dccf2d54690bf.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সারজিস ও হাসনাতকে প্রতিহত করতে জাপার বিক্ষোভ, হুমকি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/25/1439097" target="_blank"> </a></div> </div> <p>আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, ‘ঘূর্ণিঝড়-পরবর্তী তেমন আর কোনো প্রভাব নেই আমাদের দেশে। শুধু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, বিশেষ করে সাতক্ষীরা ও খুলনা জেলায় কিছুটা প্রভাব থাকতে পারে। এসব অঞ্চলে বৃষ্টি কিছুটা বেশি থাকতে পারে। সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল থাকলেও শনিবার সকালের মধ্যেই এটা আমরা নামিয়ে দিতে পারি।’</p> <p>ওমর ফারুক বলেন, আগামী কিছু দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মেঘ কেটে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ায় সূর্যের আলো বেশি আসবে। ফলে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে ৩০ বা ৩১ অক্টোবর আবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঘূর্ণিঝড় ‘দানা’ মোংলা থেকে ৩৭০ কিলোমিটার দূরে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/25/1729825484-db8e74df8d74f3efdd249a3fd3a466da.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঘূর্ণিঝড় ‘দানা’ মোংলা থেকে ৩৭০ কিলোমিটার দূরে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/25/1438945" target="_blank"> </a></div> </div> <p><br />  <br /> আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং বাকি বিভাগগুলোর দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী দুই দিন (রবি ও সোমবার) সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা আকাশসহ মূলত শুষ্ক থাকতে পারে। </p>