<p style="text-align:justify">ব্রডব্যান্ডের মতো মোবাইল ইন্টারনেটেরও সরকারিভাবে দাম নির্ধারণের প্রস্তাব জানিয়েছেন স্টার্টআপ কম্পানিগুলোর কর্তাব্যক্তিরা। তাঁরা বলেছেন, সব মোবাইল অপারেটরের উচিত ১০ টাকায় এক মাসের জন্য দুই জিবি ডাটা অফার করা। দেশে ইন্টারনেটভিত্তিক সেবা ও উদ্যোগের প্রসারে দাম নির্ধারণ প্রয়োজন মনে করেন তারা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="ঘরের দরজা-জানালা খোলা, মেঝেতে পড়ে ছিল মা-ছেলের লাশ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/29/1730179780-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">ঘরের দরজা-জানালা খোলা, মেঝেতে পড়ে ছিল মা-ছেলের লাশ</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/29/1440371" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">এ জন্য অপ্রয়োজনীয় বিভিন্ন লেয়ার তুলে নেওয়া ও ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়ার জন্য বিটিআরসিকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনায় এই দাবি জানানো হয়।</p> <p style="text-align:justify">বিকাশমান টেলিযোগাযোগের শক্তিতে বাংলাদেশের ডিজিটাল সেবার সম্প্রসারণ নিয়ে ওই গোলটেবিল আলোচনার আয়োজন করে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিউনিকেশন (বিটিআরসি)।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="ব্যালন ডি’অর নিয়ে ভিনির প্রতিক্রিয়া, পাশে পেলেন সতীর্থদের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/29/1730179140-b53b26b372d02a0bc367030f9987a321.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">ব্যালন ডি’অর নিয়ে ভিনির প্রতিক্রিয়া, পাশে পেলেন সতীর্থদের</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/10/29/1440369" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">বিটিআরসির চেয়ারম্যান এমদাদ উল বারীর সভাপতিত্ব গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার মো. খলিল উর রহমানের সঞ্চালনায় নিয়ন্ত্রক সংস্থার কমিশনার ও পরিচালকরা ছাড়াও মোবাইল অপারেটর ও ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।</p> <p style="text-align:justify">গোলটেবিল আলোচনায় দেশের বিকাশমান ডিজিটাল সেবা উদ্যোগ, বিডিজবস, চালডাল, টেন মিনিটস স্কুল, পাঠাও, শেয়ার ট্রিপ, শপআপ, প্রাভা হেলথ, সহজ, শিখো, ই-কুরিয়ার, পিকাবো, সেবা এক্সওয়াইজেডের প্রতিষ্ঠাতারা উপস্থিত ছিলেন।</p> <p style="text-align:justify">মূল প্রবন্ধে চালডালের প্রতিষ্ঠাতা সিইও ওয়াসিম আলিম বলেন, ‘২০৪০ সালের মধ্যে দেশে দুই ট্রিলিয়ন ডলারের জিডিপির আকার হতে পারে। এ জন্য অবকাঠামো উন্নয়নে কাজ হলেও এ ক্ষেত্রে মূল্য ও সময়ে আমরা পিছিয়ে। কিন্তু জনশক্তিতে আমরা এগিয়ে আছি। ইন্দোনেশিয়া ও ভারতের চেয়ে বাংলাদেশের ই-কমার্স বাজারে পিছিয়ে আছি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="যুদ্ধের উদ্বেগ কম : বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/29/1730179679-27c6cf4a0bbadb943c1a334540fdb376.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">যুদ্ধের উদ্বেগ কম : বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/10/29/1440370" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">ভারত বাংলাদেশের চেয়ে প্রায় সাত গুণ বড়। এই অবস্থার উন্নয়নে ডাটা বা ইন্টারনেট ব্যবহারের বিকল্প নেই। ডাটার ব্যবহার অবকাঠামো খরচ বাঁচায়। শিক্ষা অর্জনকে সহজতর করে কর্মহীনদের কর্মক্ষম করে তোলে। তাই ডাটার ওপর কোনো বাধা থাকা উচিত নয়।’</p>