<p>গত ২৪ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়, একজন সরকারি চাকরিপ্রার্থী সর্বোচ্চ তিনবার বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষায় অংশ নিতে পারবেন। ওই সভায় সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ থেকে বৃদ্ধি করে ৩২ বছর করার সিদ্ধান্ত হয়।</p> <p>তবে এক সপ্তাহের মাথায় বিসিএস নিয়ে সিদ্ধান্তে পরিবর্তন এনেছে সরকার। আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, একজন প্রার্থী সর্বোচ্চ চারবার বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন।</p> <p>বিসিএসে অংশগ্রহণ নিয়ে সরকারের পূর্বের সিদ্ধান্তের পর থেকেই শিক্ষার্থীরা এটিকে অযৌক্তিক বলে দাবি করে আসছিল। তবে সরকারের পক্ষ থেকে এটিই চূড়ান্ত বলে জানানো হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আরো ৫ সংস্কার কমিশন গঠন করে গেজেট হচ্ছে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730374864-2819e292b44e171ab17f0cd0ccdf12c9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আরো ৫ সংস্কার কমিশন গঠন করে গেজেট হচ্ছে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/31/1441204" target="_blank"> </a></div> </div> <p>ওই দিন (২৪ অক্টোবর) বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছিলেন, ‘একই ব্যক্তি বারবার পরীক্ষা দিলে সবাই সুযোগ না-ও পেতে পারে। সেসব বিষয় বিবেচনা করে সর্বোচ্চ তিনবার বিসিএস পরীক্ষা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি আমরা।’</p> <p>এদিকে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পর আহ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।</p> <p>এতে বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিন্যানশিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪-এর আলোকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা-৫৯-এ প্রদত্ত ক্ষমতাবলে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ পুনর্গঠনপূর্বক বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ চারবার অংশ নিতে পারবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৭ নভেম্বর সরকারি ছুটি চায় বিএনপি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730371819-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৭ নভেম্বর সরকারি ছুটি চায় বিএনপি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/10/31/1441188" target="_blank"> </a></div> </div> <p>এতে আরো বলা হয়, এই বিধি সংযোজনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে উপদেষ্টা পরিষদ নির্দেশনা প্রদান করেছে।</p> <p>তবে এক সপ্তাহের ব্যবধানের কী কারণে সিদ্ধান্তে এমন পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার সে বিষয়ে স্পষ্ট কিছুই বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীদের দাবির কথা বিবেচনা করে বিসিএসে অংশগ্রহণের সুযোগ একবার বাড়ানো হয়েছে।</p>