<p style="text-align:justify">যুদ্ধ পরিস্থিতি চলছে লেবাননে। এমন অবস্থায় ফ্লাইট না থাকার কারণে লেবাননে ইসরায়ে‌লি বিমান হামলায় মারা যাওয়া প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ নিজাম উদ্দিনের মরদেহ দেশে আনা সম্ভব হবে না। আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক খুদে বার্তায় এই তথ্য জানিয়েছে।</p> <p style="text-align:justify">জানা গেছে, মরহুমের স্ত্রী লেবাননেই আছেন। তার সঙ্গে লেবানন দূতাবাস কথা বলেছে, যোগাযোগ রাখছে। যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট না থাকার কারণে মরদেহ বাংলাদেশে আনা সম্ভব হবে না বলে তাকে জানানো হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="'ঋণের টাকায় অস্ত্র কিনে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে হাসিনা সরকার'" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/03/1730617466-caeb0b32468d250e2ef4815e880dcdfb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘ঋণের টাকায় অস্ত্র কিনে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে হাসিনা সরকার’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/03/1442212" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">লেবাননের স্থানীয় সময় শ‌নিবার রাতে বৈরুতের বাংলা‌দেশ দূতাবাস জানায়, বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন শ‌নিবার বিকেল ৩টার পর বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে (একটি কফি শপে অবস্থানকালে) বিমান হামলায় ঘটনাস্থলে মারা যান।</p> <p style="text-align:justify">নিজাম উদ্দিনের পিতা মোহাম্মদ আবদুল কুদ্দুস এবং মাতা আনোয়ারা বেগম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খারেরা এলাকার বাসিন্দা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এবার ‘আরব ক্রিটিকস অ্যাওয়ার্ড’ জিতলেন রসুলফ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/03/1730617214-60570130a680e787f6384330fb105d10.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এবার ‘আরব ক্রিটিকস অ্যাওয়ার্ড’ জিতলেন রসুলফ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/11/03/1442211" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। </p>