<p>অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম দেশের বিভিন্ন মোবাইল কম্পানিগুলোকে কলরেট কমানো ও ইন্টারনেটের মেয়াদবিহীন প্যাকেজ চালুর আহ্বান জানিয়েছেন।</p> <p>মোবাইল অপারেটর রবি এবং গ্রামীণফোন লিমিটেডের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠকে উপদেষ্টা এ আহ্বান জানান। রবিবার (০৩ নভেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে এ বৈঠক হয়।</p> <p>তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জনসমর্থিত। তাই দেশ ও দেশের মানুষের উপকার হয় এমন যেকোনো কাজ করতে আগ্রহী সরকার।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/03/1730633806-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/03/1442280" target="_blank"> </a></div> </div> <p>অন্তর্বর্তী সরকার ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে জানিয়েছে নাহিদ ইসলাম বলেন, সরকার এই সময়টা সফলভাবে পার করতে পারলে দেশ ঘুরে দাঁড়াবে এবং সম্ভাবনার নতুন নতুন দরজা খুলে যাবে।</p> <p>যদি সেটা সম্ভব না হয় তাহলে দেশ পিছিয়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেন তথ্য উপদেষ্টা।</p> <p>টেলিকমিনিকেশন খাতে উন্নতির জন্য সরকার কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।</p>