<p>জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত ২৫ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রস্তুতি নিয়েছে সরকার। সোমবার (৪ নভেম্বর) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এ কথা বলেন। </p> <p>নূরজাহান বলেন, ডাক্তারদের পরামর্শ অনুযায়ী এরই মধ্যে আহত তিনজনকে বিদেশে পাঠানো হয়েছে। আরো দুজনের কথা বলা হচ্ছে, এরপর ২৫ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রথমবারের মতো এস আলম গ্রুপের বন্ধকি সম্পত্তি নিলামে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730721646-7fa1b94807549bf7cb9fda2989122bb8.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রথমবারের মতো এস আলম গ্রুপের বন্ধকি সম্পত্তি নিলামে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/04/1442681" target="_blank"> </a></div> </div> <p> </p> <p><br /> তিনি বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের পরিবারের জন্য সরকারের একটা বরাদ্দ আছে, সেটা তারা পেয়ে যাবে। আহতদের বিষয়ে সরকারের দায়িত্ব হচ্ছে, তাদের সঠিক চিকিৎসাটা দেওয়া। সেটা নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’ </p> <p>স্বাস্থ্য খাতে বহুমুখী সমস্যা রয়েছে জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, হাসপাতাল-ক্লিনিকগুলোতে পর্যাপ্ত চিকিৎসক-নার্সের সংকট। যন্ত্রপাতির সংকট, অনেক জায়গায় এমআরআই মেশিন, এক্স-রে মেশিন নষ্ট। এসব সমস্যা সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। </p> <p>পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অং সুই প্রু মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।</p>