<p style="text-align:justify">বন বিভাগ ও কৃষকের মধ্যে দ্বন্দ্ব দূর করার আহ্বান জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘কৃষকের অধিকার বন বিভাগে নিশ্চিত করতে হবে। বন, বনবাসী ও বন্যপ্রাণী একসঙ্গে শান্তিতে সহাবস্থান করবে।’</p> <p style="text-align:justify">আজ বুধবার টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’ আয়োজিত ‘আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন-২০২৪’-এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। </p> <p style="text-align:justify">সম্মেলনে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘জলবায়ু পরিবর্তন থেকে কৃষি খাতকে রক্ষা করতে হবে। ভোগবাদী অর্থনীতির মডেল অনুসরণ করা যাবে না। দিন-দুপুরে বাতি জ্বালিয়ে জ্বালানির অপচয় বন্ধ করতে হবে। রাষ্ট্রের ওপর চাপ কমাতে হবে। পলিথিন ব্যবহার থেকে বিরত থেকে দূষণের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে। বাংলাদেশে পরিবেশ রক্ষার জন্য আমাদের সক্রিয় অংশগ্রহণ এবং সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অনিয়মের প্রশ্নে সতর্ক অবস্থানে পাউবো : পানিসম্পদ উপদেষ্টা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730893457-a30d76c81d969f037bc0fed6832d670a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অনিয়মের প্রশ্নে সতর্ক অবস্থানে পাউবো : পানিসম্পদ উপদেষ্টা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/06/1443483" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">প্রাকৃতিক বনে সামাজিক বনায়ন করা যাবে না উল্লেখ করে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা বলেন, ‘সারা দেশে সামাজিক বনায়নের গাছগুলো কেটে উপকারভোগীদের মাঝে অর্থ বিতরণ করা হয়। বনবিভাগের দায়িত্ব টাকা বিতরণ না করে প্রাকৃতিক বনকে রক্ষা করা। বনায়নে ইউক্যালিপটাস ও একাশিয়া নয়, দেশীয় প্রজাতির গাছ লাগাতে হবে।’</p> <p style="text-align:justify">উপদেষ্টা বলেন, ‘পরিবর্তিত জলবায়ুর প্রভাব থেকে রক্ষায় জনগণের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; ব্যক্তিগত এবং সামষ্টিক উদ্যোগ প্রয়োজন। এ উদ্যোগে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানাই।’</p> <p style="text-align:justify">ব্যুরো বাংলাদেশের ডিরেক্টর ফারমিনা হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শহীদুল হক, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন এম এ রশীদ, রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন, সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক শহীদ মাহমুদ প্রমূখ।<br />  </p>