<p>করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল উন্মুক্ত করার পর সিস্টেমটি ব্যবহার করে রিটার্ন দাখিল করেছেন দুই লাখের বেশি করদাতা। বুধবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।</p> <p>বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৯ সেপ্টেম্বর থেকে ২০২৪-২৫ করবর্ষের ই-রিটার্ন দাখিল সিস্টেম করদাতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৫০ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে : হাছান মাহমুদ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730884648-c902dbdd1fcb4af3350e3d618b0a6fec.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৫০ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে : হাছান মাহমুদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/06/1443441" target="_blank"> </a></div> </div> <p>এনবিআরের ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন। সিস্টেমটি ব্যবহার করে গত ৫ নভেম্বর পর্যন্ত অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা দুই লাখ ও ই-রেজিস্ট্রেশনের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। </p> <p>এর আগে এনবিআর এক বিশেষ আদেশের মাধ্যমে ঢাকার উত্তর ও দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অবস্থিত আয়কর সার্কেলগুলোর অধিক্ষেত্রভুক্ত সব সরকারি কর্মচারী, তফসিলি ব্যাংক, মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং কয়েকটি মাল্টিন্যাশনাল কম্পানিতে কর্মরত কর্মকর্তা বা কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।</p> <p>ই-রিটার্ন সিস্টেমে ব্যক্তিশ্রেণির করদাতারা রিটার্ন তৈরি, অনলাইনে রিটার্ন দাখিল অথবা অফলাইনে রিটার্ন দাখিলের জন্য প্রিন্ট গ্রহণ, অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসের (নগদ, বিকাশ, রকেট ইত্যাদি) মাধ্যমে কর পরিশোধ, রিটার্ন দাখিলের তাত্ক্ষণিক প্রমাণ প্রাপ্তি, আয়কর পরিশোধ সনদ ও টিআইএন সনদপ্রাপ্ত, পূর্ববর্তী কর বছরের দাখিল করা ই-রিটার্নের কপি, রিটার্ন দাখিলের প্রমাণ প্রিন্ট বা ডাউনলোডের সুবিধা পাবেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে সম্পৃক্ত ছিলাম না : শমী কায়সার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730887306-bbda17fc19cff5598a3ab10258560447.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে সম্পৃক্ত ছিলাম না : শমী কায়সার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/11/06/1443451" target="_blank"> </a></div> </div> <p>ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যায় এনবিআর একটি কল সেন্টার স্থাপন করেছে। গত ১২ সেপ্টেম্বর থেকে এই কল সেন্টারের ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে ফোন করে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত প্রশ্নের তাত্ক্ষণিক সমাধান পাচ্ছেন। এ ছাড়া ওয়েবসাইটের ট্যাক্স সার্ভিস অপশন থেকে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যা ই-মেইলের মাধ্যমে জানাতে পারছেন, যা দ্রুততম সময়ে নিষ্পত্তি করা হচ্ছে।</p>