<p>অন্তর্বর্তী সরকার আসার পর কোনো পত্রিকা বা কোনো টেলিভিশন বা কোনো নিউজ ওয়েবসাইট বন্ধ করা হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, আমরা কোনো সংবাদপত্রের ওপর কোনো আক্রমণ সহ্য করব না।</p> <p>আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় উপ প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।</p> <p>অনেক সাংবাদিক জেনেশুনে গুজব ছড়িয়েছেন বলেও মন্তব্য করেছেন প্রেসসচিব। তিনি বলেন, আমরা সেগুলো ধরছিই না। সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে আমরা শতভাগ অঙ্গীকারাবদ্ধ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নির্ধারণ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, পাচ্ছে আইনি কাঠামো" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730973105-0ef085cb5a660a1f90744c90fd2cd34f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নির্ধারণ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, পাচ্ছে আইনি কাঠামো</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/07/1443861" target="_blank"> </a></div> </div> <p>অন্তর্বর্তী সরকারের সময় কোনো গণমাধ্যমকে গোয়েন্দা সংস্থা থেকে কোনো সংবাদের বিষয়ে ফোন করা হয়নি বলে জানিয়েছেন প্রেসসচিব। তিনি বলেন, কোনো সংবাদের বিষয়ে আমরা বলিনি যে এই সংবাদটা নামান বা এই সংবাদটা ওঠান। একে টকশোতে নিতে পারবেন না বা একে অ্যাসাইনমেন্ট দিতে পারবেন না।</p> <p>গত ১৫ বছরে গোয়েন্দা সংস্থা থেকে গণমাধ্যমে ফোন করার চর্চা ছিল জানিয়ে শফিকুল আলম বলেন, আমরা যদি মনে করেছি যে কোনো নিউজ ভুল হয়েছে, আমরা নম্রভাবে বিনয়ের সঙ্গে বলেছি যে এই নিউজটা ভুল, আপনারা একটু দেখেন।</p>