<p>সাইবার নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে সঙ্গে এর অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া সব হয়রানিমূলক মামলাও বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ মামলার জন্য সাংবাদিকদের আবেদন করা লাগবে না বলেও জানিয়েছেন তিনি।</p> <p>শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে ঢাকা ক্লাবে ‘ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।</p> <p>তিনি বলেন, তবে এ আইনের আওতায় হওয়া পর্নোগ্রাফি ও যৌন হয়রানির মামলাগুলোর বিচার চলবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আমু গ্রেপ্তারের পর আলোচনায় দত্তক মেয়ে সুমাইয়া" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/08/1731062041-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আমু গ্রেপ্তারের পর আলোচনায় দত্তক মেয়ে সুমাইয়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/08/1444261" target="_blank"> </a></div> </div> <p>আইন উপদেষ্টা দাবি করেছেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর সাংবাদিকদের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক মামলা হয়নি। তবে আন্দোলনে শহীদ পরিবারে পক্ষ থেকে কোনো মামলা হলে সে ক্ষেত্রে সরকারে পক্ষ থেকে কিছু করার নেই বলে জানান তিনি।</p> <p>গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বহুল আলোচিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।</p>