<p>আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া পুলিশ কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই শুরু হয়েছে। এ বিষয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পক্ষ থেকে বিশেষ প্রতিবেদন তৈরির নির্দেশও দেওয়া হয়েছে।</p> <p>গত ২০ অক্টোবর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জেলা কার্যালয় ও বিভিন্ন ইউনিটে চিঠি দিয়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।</p> <p>জানা যায়, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ছয়টি বিসিএস থেকে নিয়োগ পাওয়া কয়েক শ কর্মকর্তা সম্পর্কে আটটি নির্দিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। এর মধ্যে রয়েছে- ২৮তম, ৩৫তম, ৩৬তম, ৩৭তম, ৪০তম ও ৪১তম বিসিএস ব্যাচ। পুলিশে যোগ দেওয়া এসব কর্মকর্তার প্রাক-নিয়োগ জীবন-বৃত্তান্ত আবারও যাচাই করা হবে। তা ছাড়া ন্যূনতম সুপারিনটেনডেন্ট পদমর্যাদার কর্মকর্তাদের মাধ্যমে এই প্রতিবেদন তৈরি করতে হবে এবং কঠোর গোপনীয়তার সঙ্গে এসবির বিশেষ সুপারিনটেনডেন্টের কাছে জমা দিতে হবে। </p> <p>চিঠিতে প্রাথমিক তথ্যের পাশাপাশি কর্মকর্তা ও তাদের পরিবারের ফেসবুক আইডি, মোবাইল নম্বর, ই-মেইল অ্যাড্রেস এবং তাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়জীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য চাওয়া হয়েছে। তা ছাড়া তাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জীবনের অন্তত দুজন বন্ধুর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর এবং সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা আছে কি না তা জানতে চাওয়া হয়েছে।</p> <p>চিঠিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং স্কুল ও কলেজজীবনের সাবেক সহপাঠীদের মন্তব্য বা মতামতও চাওয়া হয়েছে।</p>