<p style="text-align:justify">আগামী দুই বছরে দেশের অর্থনীতিতে তিন ধরনের ঝুঁকি থাকবে। পাশাপাশি দুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় দেশের ব্যবসা-বাণিজ্য বিপর্যস্ত থাকবে বলে জানিয়েছে গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।</p> <p style="text-align:justify">মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক মন্দা এবং দারিদ্র্য ও বৈষম্য—এই তিন ধরনের অর্থনৈতিক ঝুঁকির পাশাপাশি আলোচ্য সময়ে তিন ধরনের সামাজিক ঝুঁকিও রয়েছে। যেগুলো হলো বেকারত্ব, জ্বালানি ঘাটতি এবং হৃদরোগ, ক্যান্সার ও ডায়াবেটিস রোগের প্রাদুর্ভাব অর্থাৎ স্বাস্থ্য খাতের দুরবস্থা ও সামাজিক অবক্ষয়।</p> <p style="text-align:justify">গতকাল রবিবার মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘বাংলাদেশে ব্যাবসায়িক পরিবেশ সংস্কার : অন্তর্বর্তী সরকারের এজেন্ডা’ শীর্ষক একটি সংলাপে সিপিডির গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন।</p> <p style="text-align:justify">প্রবন্ধ তৈরিতে দেশের সেবা, কৃষি, ম্যানুফ্যাকচারিং ও নন-ম্যানুফ্যাকচারিং খাতের এক দশকের বিভিন্ন তথ্য-উপাত্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়, ব্যাবসায়িক প্রতিযোগিতার মানদণ্ডে বাংলাদেশ শ্রীলঙ্কা ও ভারতের চেয়ে পিছিয়ে। অর্থনীতির তুলনায় ব্যাবসায়িক প্রতিযোগিতায় বাংলাদেশ অনেক পিছিয়ে।</p> <p style="text-align:justify">ড. গোলাম মোয়াজ্জেম বলেন, ‘বাংলাদেশে ডুয়িং ব্যবসা করার জন্য ১৭টি সমস্যা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুর্নীতি, আমলাতন্ত্রের অদক্ষতা, বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা, মুদ্রাস্ফীতি, আর্থিক সীমাবদ্ধতা, অপর্যাপ্ত অবকাঠামো, নীতির অস্থিতিশীলতা, দুর্বল শ্রমশক্তি, উচ্চ করহার, উদ্ভাবনের জন্য অপর্যাপ্ত ক্ষমতা, রাজনৈতিক অস্থিরতা, ঝুঁকিপূর্ণ জনস্বাস্থ্য এবং শ্রমনীতির সীমাবদ্ধতা।’</p> <p style="text-align:justify"> </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন এখানে...</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="অর্থনীতিতে ৩ ঝুঁকি, ব্যবসায় ১৭ বাধা : সিপিডি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/17/1731863067-8f05b7d8d1ad53a03e20606df31d84f6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">অর্থনীতিতে ৩ ঝুঁকি, ব্যবসায় ১৭ বাধা : সিপিডি</p> </div> </div> </div> </div> </div>