<p>ইসলামিক ফাউন্ডেশনের ১১ সদস্যের বোর্ড অব গভর্নরস পুনর্গঠিত হয়েছে। এতে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টাকে চেয়ারম্যান ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে সদস্য সচিব করা হয়েছে। </p> <p>গত ১৮ নভেম্বর সহকারী সচিব এ এইচ এম আক্তারুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।</p> <p>প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদাধিকার বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান, ধর্ম সচিব, ইসলামি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।</p> <p>তা ছাড়া দেশের আলেম-ওলামাদের মধ্য থেকে সরকার মনোনীত ৫ জন গভর্নর হলেন- চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী মসজিদের খতিব মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহির জাবেরী, বরিশালের চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি, ঢাকা মোহাম্মদপুরের জামেয়া রহমানিয়া আরাবিয়ার মহাপরিচালক মাওলানা মাহফুজুল হক, ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল ড. খলিলুর রহমান মাদানী ও পটুয়াখালীর ওয়ায়েজিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ মো. নেছারুল হক।</p> <p>প্রজ্ঞাপনে বলা হয়, পদাধিকার বলে নিযুক্ত গভর্নররা ছাড়া অন্য গভর্নরদের মেয়াদকাল এ প্রজ্ঞাপন জারির দিন থেকে ৩ বছর হবে। তবে ৩ বছর অতিক্রান্ত হলেও তার বা তাদের স্থলে সরকার নতুন গভর্নর মনোনয়ন না দেওয়া পর্যন্ত তিনি বা তারা দায়িত্ব পালন করে যাবেন। </p> <p>তাতে আরো বলা হয়, সরকার প্রয়োজনবোধে যেকোনো সময় পদাধিকার বলে নিযুক্ত গভর্নর ছাড়া অন্যান্য গভর্নর বা গভর্নরদের পরিবর্তন বা তার/তাদের পদ শূন্য ঘোষণা করতে পারবে।</p>