<p>দেশে দুর্নীতি দমন ও প্রতিরোধের জন্য ২০০৪ সালের ২১ নভেম্বর ‘দুর্নীতি দমন ব্যুরো’ বিলুপ্ত করে ‘দুর্নীতি দমন কমিশন (দুদক)’ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার ২০ বছরেও স্বাধীন এই সংস্থাটির ‘ঘুরে দাঁড়ানোর’ প্রচেষ্টা সফল হয়নি। বরং দুই দশকে নখদন্তহীন অভিহিত হওয়া দুদক সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে অভিযোগ রয়েছে।</p> <p>গত ৫ আগস্ট আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংস্থাটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে দুদক সংস্কার কমিশন গঠন করা হয়েছে। দুদককে আরো কার্যকর, স্বাধীন ও নিরপেক্ষ সংস্থা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সংস্কার কমিশন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/21/1732162367-302c8a61dc51f89a915910aecd931c30.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/21/1449007" target="_blank"> </a></div> </div> <p>এদিকে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দুদক আজ বৃহস্পতিবার দিনব্যাপী প্রধান কার্যালয় ও সমন্বিত জেলা কার্যালয়গুলোতে নানা কর্মসূচির আয়োজন করেছে।</p> <p>জানতে চাইলে দুদক সংস্কার কমিশনের প্রধান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান কালের কণ্ঠকে বলেন, কমিশন সৃষ্টির পর থেকেই এখানে রাজনৈতিক বিবেচনায় চেয়ারম্যান ও দুই কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নাসুমের সঙ্গে কী হয়েছিল ভুলে গিয়েছিলেন হাতুরাসিংহে!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/21/1732161251-72e5eea303ad0fbb4294718894985c65.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নাসুমের সঙ্গে কী হয়েছিল ভুলে গিয়েছিলেন হাতুরাসিংহে!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/21/1449005" target="_blank"> </a></div> </div> <p>একই সঙ্গে সংস্থাটি আমলাতন্ত্রের কাছে জিম্মি। এ বিষয়গুলো ছাড়াও আইন ও বিধির সংশোধন, অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় সাধনসহ কমিশনকে পুরো ঢেলে সাজানোর জন্য দুদক সংস্কার কমিশন কাজ করে যাচ্ছে। কমিশনের কর্মকর্তাদের কাজে অবশ্যই স্বচ্ছতা ও জবাবদিহি থাকতে হবে। নয়তো কমিশন গঠনের উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে।</p> <p>দুদকের সাবেক মহাপরিচালক ও সাবেক জেলা জজ মো. মঈদুল ইসলাম বলেন, দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে বাঁচাতে হলে রাষ্ট্রীয় এই সংস্থার আমূল সংস্কারের সময় এখনই। দুদকের গোড়াতেই গলদ রয়েছে। কারণ যেসব অপরাধের ফলে মামলা করা যায়, সেখানে দুদক মামলা না করে সেই সনাতন পদ্ধতি অবলম্বন করছে। কর্মকর্তাদের স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত করতে হবে। নয়তো রাষ্ট্রীয় সংস্থাটি কখনোই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঘুড্ডি ট্রাভেল এইড বাংলাদেশ : ভিজিট ভিসা প্রক্রিয়া ও ট্রাভেলারদের জন্য সহায়তা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/21/1732159291-10102baa6b3e4c7ac114d2591183499e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঘুড্ডি ট্রাভেল এইড বাংলাদেশ : ভিজিট ভিসা প্রক্রিয়া ও ট্রাভেলারদের জন্য সহায়তা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/miscellaneous/2024/11/21/1449003" target="_blank"> </a></div> </div> <p>বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার চাপে ২০০৪ সালে ব্যুরোকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন থেকে বের করে ‘স্বাধীন’ দুদক প্রতিষ্ঠা করা হয়। কিন্তু আইনত স্বাধীন হলেও কমিশন নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে অনুসন্ধান-তদন্তসহ অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ছিল সরকারাশ্রয়ী। যখন যে সরকার ক্ষমতায় ছিল, সংস্থাটি সেই সরকারের আজ্ঞাবহতার পরিচয় দিয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কমেছে ভোগ্য পণ্য আমদানি, রমজানে মূল্যবৃদ্ধির আশঙ্কা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/21/1732157914-95d8c4f3fea55dafabeaaa6d8eae5f7a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কমেছে ভোগ্য পণ্য আমদানি, রমজানে মূল্যবৃদ্ধির আশঙ্কা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/21/1448999" target="_blank"> </a></div> </div> <p>সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হতে দেখা গেছে। অনুসন্ধান-তদন্তের নামে নিরীহ মানুষকে হয়রানি, দুর্নীতির রাঘব বোয়ালদের দায়মুক্তি দেওয়া, দুর্নীতি দমনের পরিবর্তে কোনো কোনো কর্মকর্তার দুর্নীতিতে জড়িয়ে পড়া এবং ‘পিক অ্যান্ড চ্যুজ’ নীতিরও অভিয়োগ রয়েছে দুদকের বিরুদ্ধে। বের হতে পারেনি আমলাতন্ত্রের গহ্বর থেকেও।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জুলাই-আগস্ট বিপ্লব ও বাংলাদেশ সেনাবাহিনী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/21/1732157238-bbbfe42d38dcd64fbdfce7d233b37b27.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জুলাই-আগস্ট বিপ্লব ও বাংলাদেশ সেনাবাহিনী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/21/1448998" target="_blank"> </a></div> </div> <p>রাজনৈতিক প্রভাবমুক্ত কমিশন গঠন, নিজস্ব প্রসিকিউশন ইউনিট, আইনের সংস্কার, আমলাতন্ত্র থেকে দুদকের মুক্তি, অর্থপাচার রোধ ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়, স্বচ্ছতা ও জবাবদিহি তৈরি এবং কর্মকর্তাদের কাজের প্রণোদনা না পাওয়াসহ কমিশনের কাজের নানা সীমাবদ্ধতা রয়েছে। দুদককে ঢেলে সাজাতে হলে এসব সীমাবদ্ধতা দূর করতে হবে।</p>