<p style="text-align:justify">আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সকাল সোয়া ৯টার দিকে আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার বাতাসের স্কোর ১৮১। এ সময় বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এসব তথ্য জানা গেছে। </p> <p style="text-align:justify">এদিন বায়ুদূষণে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের শহর লাহোর। এর পরের স্থানে রয়েছে ভারতের শহর দিল্লি। একিউআই সূচকে যথাক্রমে ৫০২ এবং ৪১৬ স্কোর নিয়ে শহর দুটির বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। ভারতের অপর দুই শহর কলকাতা (২৫৩) ও মুম্বাই (১৮৬) রয়েছে তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে। </p> <p style="text-align:justify">শুক্রবার সকালে ঢাকার বাতাস সবচেয়ে দূষিত পর্যায়ে রয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকায়। সাভারের হেমায়েতপুর রয়েছে এর পরের অবস্থানে। ২১৫ এবং ২০২ স্কোর নিয়ে এই দুই স্থানে বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর। গুলশান লেক পার্ক (১৯৪), মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৯২)এবং গুলশান ২ এর রব ভবন (১৮৯) এলাকায় ঢাকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। </p> <p style="text-align:justify">সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার বায়ুদূষণের রিয়েল টাইম তথ্য সরবরাহ করে। আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।</p>