<p>ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহারসহ ১২ দফা দাবি জানিয়েছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। এসব দাবি পূরণে সংগঠনটি আগামীকাল রবিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনের গণঅবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে। </p> <p>শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনস্থ মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম। </p> <p>সংবাদ সম্মেলনে বলা হয়, স্বার্থান্বেষী মহলের স্বার্থে আদালত ও শ্রমিকদের মুখোমুখি দাঁড় করানোর নোংরা রাজনীতি আমরা অতীতে দেখেছি। গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা প্রত্যাশা করেছিলাম, রাষ্ট্র ও সরকার এই রাজনীতি পরিহার করে গণমানুষের স্বার্থে পরিচালিত হবে। কিন্তু হাইকোর্টের আদেশের ঘটনা দেশবাসীকে হতাশ করেছে। সরকারকে এই রাজনীতি পরিত্যাগ করতে হবে।</p> <p>সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতারা বলেন, ব্যাটারিচালিত যানবাহনের সংকট নিরসনে প্রথম প্রয়োজন মানবিকতাবোধ নিশ্চিত করা। মানবিকতার সঙ্গে সমস্যা সমাধানের পথ খুঁজে পরিকল্পিত নগরায়ণের পরিকল্পনা গ্রহণ করলে খুব দ্রুততম সময়ে সমাধান সম্ভব। </p> <p>এ সময় সমস্যা ও সংকট উত্তরণে ১২ দফা দাবি তুলে ধরে বলা হয়, ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করতে হবে। দেশের সড়ক উপযোগী নকশায় আধুনিকায়নসহ ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ কর্তৃক লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট দিতে হবে। চালকদের ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। ব্যাটারিচালিত যানবাহন চলাচলে নীতিমালা প্রণয়ন করতে হবে। </p> <p>১২ দফা দাবির মধ্যে আরো রয়েছে, শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনা কমিটি গঠন করতে হবে। সড়কের লেন পদ্ধতি সচল ও সার্ভিস লেন নির্মাণ করতে হবে। আন্দোলনে আটক ও গ্রেপ্তারদের অবিলম্বে মুক্তি দিতে হবে। ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি দিতে হবে। জব্দ করা সব ব্যাটারিচালিত যানবাহন ও ব্যাটারি মালিকের কাছে হস্তান্তর এবং নিলাম করা ব্যাটারির মালিকদের ক্ষতিপূরণ দিতে হবে। চার্জিং স্টেশন নির্মাণ করতে হবে। শ্রমিকদের ওপর সকল জুলুম-নির্যাতন-চাঁদাবাজি-হয়রানি বন্ধ করতে হবে। মানবিক বিবেচনায় ব্যাটারিচালিত যানবাহনের পুঁজিকে নিরাপদ করে পর্যায়ক্রমে প্যাডেলচালিত বাহনের শ্রম থেকে মানুষকে মুক্ত করতে হবে।</p> <p>সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল হাকিম মাইজভান্ডারির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফি রতন, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, সাংগঠনিক সম্পাদক লিটন নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন মৃধা, আইন দরকষাকাষি বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন মোহাম্মদ শান্ত, যাত্রাবাড়ী থানার সভাপতি মোহাম্মদ রিপন, পল্লবীর মোহাম্মদ হাসান, মোহাম্মদপুরের মোহাম্মদ নুরুজ্জামান, গেন্ডারিয়ার মোহাম্মদ হাসান, কামরাঙ্গীরচরের আরিফুল ইসলাম প্রমুখ। </p> <p><br />  </p>