<p>হজযাত্রীদের বিমান ভাড়া আরো কমানো যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম খালিদ হোসেন। </p> <p>তিনি বলেন, এ বছর (২০২৫ সালে) হজযাত্রীদের বিমান ভাড়া ১ লাখ ৯৪ হাজার টাকা থেকে কমিয়ে ১ লাখ ৪৭ হাজার টাকা করা হয়েছে। এরপরও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে বিমান ভাড়া আরও কমানো যায় কি না বিবেচনা করতে।</p> <p>শনিবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে অনুষ্ঠিত বাউফল ফাউন্ডেশনের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <p>ধর্ম উপদেষ্টা বলেন, অতীতে রাষ্ট্রীয় খরচে দলীয় লোকজনকে হজ করানো হতো। এবার তা বন্ধ হচ্ছে। জনগণের আমানত রক্ষায় কাউকে রাষ্ট্রীয় খরচে হজ করানো হবে না। শুধু হজ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রীয় খরচে যেতে পারবে।</p> <p>আ. ফ. ম খালিদ হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে একটি গোষ্ঠী রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চক্রান্ত করছে। তাদের কোনো চক্রান্ত সরকার সফল হতে দেবে না। যারা রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রচলিত আইনে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার, সুতরাং এ সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে। জনগণের মুখের ভাষা এ সরকার বুঝে এবং বুঝতে চেষ্টা করবে।</p> <p>তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পথে হাঁটছে। সরকার ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করেছে। কমিশন ভোটার তালিকা হালনাগাদসহ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে সরকারকে সবুজ সংকেত (সিগন্যাল) দিলে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।<br />  </p>