<p style="text-align:justify">দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে। সবাই মিলে কাজ করলে দেশের এই ক্রান্তিলগ্ন থেকে বের হওয়া যাবে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।</p> <p style="text-align:justify">আজ রবিবার (১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদেরকে সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাংলাদেশিদের চিকিৎসা দেবে না ত্রিপুরার হাসপাতালও!" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/01/1733034203-d1301a3629320d07f23e2166bcf4348f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাংলাদেশিদের চিকিৎসা দেবে না ত্রিপুরার হাসপাতালও!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/12/01/1452602" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের জন্যই আজকের এ অবস্থান। দেশের শান্তী রক্ষায় দিনরাত আইনশৃঙ্খলা রক্ষার কাজে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।</p> <p style="text-align:justify">এ সময় ২০২৩-২০২৪ অর্থ বছরে শান্তীকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ২৮ জন সেনাসদস্যকে পদক পরিয়ে দেন সেনাপ্রধান। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আগস্ট হামলার প্রতিবেদন : পুলিশের ক্ষতি হয়েছে শতকোটি টাকার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/01/1733032529-0d5286b3411952e1bb0e27131f03a0b8.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আগস্ট হামলার প্রতিবেদন : পুলিশের ক্ষতি হয়েছে শতকোটি টাকার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/01/1452594" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তাদের মধ্যে পাঁচজন সেনাবাহিনী পদক, পাঁচজন অসামান্য সেবা পদক ও ১৮ জন বিশিষ্ট সেবা পদক প্রাপ্ত হন। এছাড়া খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় ও শুভেচ্ছা উপহার দেন ওয়াকার-উজ-জামান।</p>