<p style="text-align:justify">শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ ছাড়া অতিরিক্ত সচিব মো. নাজমুছ সাদাত সেলিমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।</p> <p style="text-align:justify">সোমবার (২ ডিসেম্বর) এসংক্রান্ত একাধিক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।</p> <p style="text-align:justify">অন্যদিকে ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হককে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক করা হয়েছে। এ জন্য তার চাকরি যোগাযোগ বিভাগে ন্যস্ত করা হয়েছে।</p> <p style="text-align:justify">বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।</p>