<p style="text-align:justify">বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক অসুস্থ হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।</p> <p style="text-align:justify">আজ মঙ্গলবার হাসপাতালে গিয়ে মামুনুল হকের চিকিৎসার খোঁজখবর নেন ধর্ম উপদেষ্টা। তিনি মামুনুল হকের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।</p> <p style="text-align:justify">এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কওমি মাদরাসা শিক্ষা বোর্ড-বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।</p> <p style="text-align:justify">উল্লেখ্য, মাওলানা মামুনুল হক গতকাল সোমবার কিডনিজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন।</p>