<p style="text-align:justify">বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ২৫৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান খুবই ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। </p> <p style="text-align:justify">এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায়। ৩২৬ একিউআই স্কোর নিয়ে সেখানে বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। এর পরে রয়েছে যথাক্রমে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (২৮৬), গুলশান ২ এর রব ভবন এলাকা (২৮১), আগাখান একাডেমী (২৭৩), সাভারের হেমায়েতপুর (২৫৯), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২৪২), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২৩৭), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৩৪), পশ্চিম নাখালপাড়া (২০৪)। এসব এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="একনজরে আজকের কালের কণ্ঠ (০৪ ডিসেম্বর)" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/04/1733279641-799bad5a3b514f096e69bbc4a7896cd9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>একনজরে আজকের কালের কণ্ঠ (০৪ ডিসেম্বর)</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/04/1453683" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এদিন বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মিসরের কায়রো। ২৪১ একিউআই স্কোর নিয়ে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ইরাকের বাগদাদ, উগান্ডার কামপালা ও পাকিস্তানের করাচি। শহরগুলোর বাতাসের একিউআই স্কোর যথাক্রমে ১৮৯, ১৮৭ এবং ১৮৪। বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আগরতলায় বাংলাদেশের ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/04/1733263685-fa2bb1349f33066d2ca956c59459ad84.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আগরতলায় বাংলাদেশের ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/04/1453677" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।</p>