<p style="text-align:justify">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের বাবাকে উন্নত চিকিৎসার জন্য আর্মি হেলিকপ্টার যোগে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। </p> <p style="text-align:justify">এতে বলা হয়েছে, জ্বর এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রংপুর সিএমএইচে ভর্তি হন  শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। পরে হৃদযন্ত্রের উন্নত চিকিৎসার জন্য গত ১০ ডিসেম্বর আর্মি অ্যাম্বুলেন্সে তাকে রংপুর মেডিকেল কলেজের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখান থেকে আজ উন্নত চিকিৎসার জন্য আর্মি হেলিকপ্টারে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়।</p>