<p style="text-align:justify">আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বাহিনীটির সদস্যদের আন্দোলন প্রসঙ্গে বলেছেন, ‘যারা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে ছিল তাদের স্যাক (বরখাস্ত) করা হয়েছে। যাদের রাজনৈতিক কার্যক্রমে পাওয়া যাবে তাদের বহিষ্কার করা হবে এবং তাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে না।’</p> <p style="text-align:justify">আজ শনিবার দুপুরে রংপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।</p> <p style="text-align:justify">আনসার ডিজি বলেন, ‘অনেক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ৮ হাজার আনসার সদস্যকে ফ্রিজ করা হয়েছে। এখনো বিভাগীয় কার্যক্রম চলমান আছে। নির্দিষ্ট প্রক্রিয়ায় যাচাই-বাছাই করে তদন্তের মধ্য দিয়ে তাদের শাস্তির ব্যবস্থা চলছে।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘বাংলাদেশ আনসার বাহিনীর যে আইন ও মিশন তৈরি হয়েছিল সেগুলো ছিল মাটি ও মানুষকে নিয়ে। মাঝখানে আমাদের কার্যক্রম বিভিন্নমুখী ছিল, যেগুলো আমাদের কার্যক্রমের মধ্যে ছিল না। এখন আমরা আবার পুরনো কার্যক্রমে ফেরত যেতে চাই, যেখানে আমাদের ৬০ লাখ আনসারের শক্তি আছে, আমাদের সেই হারানো ইমেজ খুব দ্রুত ফিরে আনব।’</p> <p style="text-align:justify">আনসার ডিজি বলেন, ‘আমাদের সেবাদানের জায়গায় মানুষের আস্থা ফিরে আসছে। মানুষের ভোগান্তির যারা কারণ হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর যারা ভালো কাজ করছে, তাদের আমরা পুরস্কৃত করছি। সবার মধ্যে একটা নতুন গতি আসছে। আশা করি, জাতির সামনে নতুন রূপে আনসার-ভিডিপি ফিরবে।’</p> <p style="text-align:justify">নিয়োগ বাণিজ্য প্রসঙ্গে আনসার তিনি বলেন, ‘সম্পূর্ণ অনিয়মের প্রক্রিয়া, অনিয়মের যে মূল উৎসগুলো বন্ধ করা হচ্ছে। মানুষের সঙ্গে যদি কমিউনিকেশনটা ঠিক থাকে, তাহলে দালালচক্র সুযোগ পাবে না।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘স্যোশাল মিডিয়ায় অনেকে ভুয়া নিয়োগের কথা বলে আনসার-ভিডিপির নাম বিক্রি করে মানুষের কাছে টাকা নেয়, আমরা সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মিডিয়ায় বলার চেষ্টা করছি যে, সঠিক নিয়োগের প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে। মেধার বাইরে অন্য কারো সুযোগ হবে না আনসার-ভিডিপিতে।’</p>