<p>আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছরে জনপ্রশাসনে বঞ্চিত ৭৬৪ জন সাবেক কর্মকর্তাকে পদমর্যাদা ও আর্থিক সুবিধা দেওয়া হবে। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোখলেস উর রহমান এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।</p> <p>অন্তর্বর্তী সরকার গঠিত এ–সংক্রান্ত কমিটি, ৭৬৪ জনকে উপসচিব থেকে সচিব পর্যন্ত বিভিন্ন স্তরে ‘ভূতাপেক্ষ’ পদোন্নতির সুপারিশ করেছে।</p> <p>এদিকে সকাল ১০টা থেকে ড. মো. মোখলেস উর রহমানের দপ্তরের সামনে অবস্থান নিয়েছেন ‘বঞ্চিত’ কর্মকর্তারা। তাদের দাবি, দ্রুত প্রজ্ঞাপন।</p> <p>জ্যেষ্ঠ সচিব বলেন, ‘ন্যুনতম একটি প্রক্রিয়ার ব্যাপার আছে। এ বিষয়ে ঊধ্বর্তন কর্তৃপক্ষের একটি নির্দেশনা লাগবে। তবে ইতিবাচক। চাকরির কিছু বিধিবিধান আছে। এটি মানতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই।’</p> <p>জানা গেছে, কমিটি সচিব পদে ১১৯ জন, গ্রেড-১ (সচিবের সমান বেতন গ্রেড) এ ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্ম সচিব পদে ৭২ জন ও উপসচিব পদে চারজনকে পদোন্নতির সুপারিশ করেছে। যেহেতু তাঁরা অবসরে গেছেন, সে জন্য তাঁদের ‘ভূতাপেক্ষ’ পদোন্নতি দেওয়া যেতে পারে বলে সুপারিশ করে কমিটি।</p> <p>এদিকে অন্তর্বর্তী সরকার সরকারি সব চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে জ্যেষ্ঠ সচিব। এর ফলে কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরো কিছু আর্থিক সুবিধা পাবেন। সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরে গিয়ে যারা পেনশন ভোগ করছেন তাদেরকেও মহার্ঘ ভাতা দেবে সরকার।</p> <p>তিনি বলেন, মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সময়োপযোগী। তাই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে কমিটি সুপারিশ দেবে।</p>