<p>পৌষের এক-তৃতীয়াংশ সময় পার হয়েছে। তবে এবার পৌষের শীত এখনও সেই অর্থে হাঁড়ে কামড় বসায়নি। দেশের উত্তর ও পশ্চিমের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকছে গত কিছুদিন ধরেই। পঞ্চগড় বা শ্রীমঙ্গলের মতো অঞ্চলগুলোতে তাপমাত্রা কখনো কখনো ১০ ডিগ্রির নিচেও নামছে। তবে রাজধানীসহ দেশের বেশির ভাগ অঞ্চলেই শীত থাকছে সহনীয় পর্যায়ে।</p> <p>আবহাওয়াবিদরা বলছেন, পৌষের মাঝামাঝি সময়ে শীতের তীব্রতা বেশ খানিকটা বাড়তে পারে। দেশের উত্তর ও পশ্চিমের কোনো কোনো জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। সামগ্রিকভাবে পৌষের শেষার্ধ ও মাঘের প্রথমার্ধ (জানুয়ারি) জুড়ে এবার শীত বেশি অনুভূত হতে পারে গত বছরের তুলনায়। </p> <p>আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান গতকাল বুধবার রাতে কালের কণ্ঠকে বলেন, ‘২৯ ডিসেম্বরের (১৪ পৌষ) পর শীতের তীব্রতা বাড়তে পারে যা অব্যাহত থাকবে জানুয়ারি মাসেও। ডিসেম্বরের শেষ দিকে বা জানুয়ারির প্রথম দিকে দেশের কোনো কোনো অঞ্চলে শৈত্যপ্রবাহের আশঙ্কাও রয়েছে। বিশেষ করে শীতপ্রবণ উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আব্দুল হাই কানু দেশবিরোধী ষড়যন্ত্র করছেন, গ্রেপ্তারের দাবি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735128307-412a45e6483a3ea08e109b2149fdf6cf.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আব্দুল হাই কানু দেশবিরোধী ষড়যন্ত্র করছেন, গ্রেপ্তারের দাবি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/25/1461245" target="_blank"> </a></div> </div> <p>হাফিজুর রহমান  বলেন, ‘আমরা ধারণা করছি গত বছরের তুলনায় এবার জানুয়ারিতে শীত তীব্র হতে পারে। আমরা ১ জানুয়ারি একটি দীর্ঘমেয়াদী পূর্বাভাসের মাধ্যমে এ বিষয়ে আরো বিসত্মারিত বলব। তবে এখন পর্যন্ত মনে হচ্ছে, গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে জানুয়ারিতে শীত কিছুটা বেশি থাকতে পারে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইটের নিচে ব্যাগে মিলল থানা থেকে লুট হওয়া অস্ত্র" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735136392-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইটের নিচে ব্যাগে মিলল থানা থেকে লুট হওয়া অস্ত্র</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/25/1461281" target="_blank"> </a></div> </div> <p>এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে আগামীকাল বৃহস্পতিবার। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।</p>