<p>দেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ১০৪ জন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৮৬৮ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৭০ জন।</p> <p>শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। </p> <p>শনিবার মারা যাওয়া ব্যক্তি বরিশাল বিভাগীয় এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৩ জন, ঢাকা বিভাগে ৩৩ জন, ময়মনসিংহে তিনজন, চট্টগ্রামে সাতজন, খুলনায় দুজন, রাজশাহী বিভাগে তিনজন এবং বরিশাল বিভাগে ১৩ জন রোগী ভর্তি হয়েছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিএনপি-জামায়াতকে কঠোর হুঁশিয়ারি দিলেন মামুনুল হক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735381604-30c01ffed2ce4d95c6ddcc31298e6dad.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিএনপি-জামায়াতকে কঠোর হুঁশিয়ারি দিলেন মামুনুল হক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/28/1462306" target="_blank"> </a></div> </div> <p>বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৭২০ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৩০৩ জন; আর ৪১৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।</p> <p>এ বছর মোট ভর্তি রোগীর মধ্যে ৬০ হাজার ৫৬২ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ৪০ হাজার ৩০৬ জন। <br />  <br /> এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন। নভেম্বরে ২৯ হাজার ৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ডিসেম্বরের ২৮ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৯ হাজার ৩৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে, আর মৃত্যু হয়েছে ৮২ জনের।</p>