<p style="text-align:justify">তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) থেকেই গণমাধ্যমকর্মীরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। আজ রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।</p> <p style="text-align:justify">নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, সোমবার থেকেই সচিবালয়ে প্রবেশ করতে পারবেন গণমাধ্যমকর্মীরা। তাদের জন্য অস্থায়ী পাসের ব্যবস্থা করা হবে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিদেশি পর্যটক নগণ্য, দেশিরাও বিদেশমুখী" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/29/1735459013-9e261f835556935d81a07385df29681d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিদেশি পর্যটক নগণ্য, দেশিরাও বিদেশমুখী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/travel/2024/12/29/1462624" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সচিবালয়ের ৭ নম্বর ভবনে বুধবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার, আসবাবপত্রসহ সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এর পর থেকেই সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।</p> <p style="text-align:justify">পরে গত শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে এক আদেশে তথ্য অধিদপ্তরের ইস্যু করা সাংবাদিকের সব অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে গত বৃহস্পতিবারের (২৬ ডিসেম্বরের) মতো সপ্তাহের প্রথম দিন রবিবারও গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহের কাজে সচিবালয়ে প্রবেশ করতে না পেরে অপেক্ষা করেন বাইরে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পর্যটনবান্ধব করতে দরকার আধুনিকায়ন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/29/1735458438-243629f6716dbced45c636ea06176937.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পর্যটনবান্ধব করতে দরকার আধুনিকায়ন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/29/1462621" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এরপর সাংবাদিকদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে প্রবেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে। আলোচনায় উঠে আসে সোমবার থেকে অস্থায়ী প্রবেশ পাস নিয়ে সংবাদ সংগ্রহ করার বিষয়টি।</p>