<p>সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে আগামীকাল সোমবার থেকে অস্থায়ী পাস দেওয়া হবে বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর (পিআইডি)। রবিবার পিআইডির এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।</p> <p>রবিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল থেকে সিনিয়র সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম জানিয়েছেন, সচিবালয়ে প্রবেশের অস্থায়ী পাসের আবেদনও নেওয়া হচ্ছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সারজিস-হাসনাতের বাড়িতে শতকোটি টাকা পাওয়ার দাবিটি ভুয়া" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/29/1735464986-a7ac2c3257334a9631579ec54e3d6222.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সারজিস-হাসনাতের বাড়িতে শতকোটি টাকা পাওয়ার দাবিটি ভুয়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/29/1462654" target="_blank"> </a></div> </div> <p>তিনি বলেন, ‘আমাদের অস্থায়ী পাসের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যাদের পাস প্রয়োজন তারা যথাযথ কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডের ফটোকপি, নির্ধারিত আবেদন ফরমসহ সংশ্লিষ্ট যাবতীয় কাগজপত্র জমা দিতে হবে।’</p> <p>তিনি আরো বলেন, ‘এসব আবেদন গ্রহণ করতে ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ডিএমপি, ১৫ আব্দুল গণি রোড, ঢাকায় আমাদের অস্থায়ী বুথে যোগাযোগ করতে হবে। আবেদন করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেগুলো যাচাই-বাছাই করে তিন দিনের মধ্যে আবেদনকারীর ফোন নম্বরে আবেদনের অবস্থা সম্পর্কে জানাবেন। এ পাস ১৫ দিন ১ মাস কিংবা তিন মাস মেয়াদের হতে পারে।’</p> <p>এর আগে শনিবার রাতে সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।</p>