<p>অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে ভারত, এমনটি শুনতে পাচ্ছি।</p> <p>আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘নতুন বাংলাদেশ গঠন : সংস্কার ও পররাষ্ট্র নীতি’ শীর্ষক এক সংলাপে সাংবাদিকদের এ কথা জানান তিনি ।</p> <p>এক প্রশ্নের উত্তরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘উনাকে (শেখ হাসিনা) তারা (ভারত) ফেরত দেবে না বলে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে যা বলছে সরকার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/29/1735472394-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে যা বলছে সরকার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/29/1462690" target="_blank"> </a></div> </div> <p>গত সরকার এক ধরনের নতজানু পররাষ্ট্রনীতি নিয়েছিল মন্তব্য করে মাহফুজ আলম বলেন, ‘আমাদের সরকারের জায়গায় আমরা চেষ্টা করছি, বাস্তববাদী হতে। যদি আমাদের ভুল বা হঠকারিতা থাকে, তা আমরা শোধরানোর চেষ্টা করি, এটি আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি।</p> <p>আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা, আমাদের অখণ্ডতা রক্ষাই আমাদের অগ্রাধিকার বলেও মন্তব্য করেন সরকারের এই উপদেষ্টা।’</p> <p>পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিন বলেন, ‘সংলাপ, সংস্কার ও পররাষ্ট্রনীতি নিয়ে সরকারের যে চিন্তা-ভাবনা, তা নিয়ে আমরা আলাপ করেছি। তাদের চিন্তা ভাবনা শোনার সুযোগ হয়েছে। আমাদের চিন্তা-ভাবনাও তাদের জানিয়েছি। আমরা আশা করি, আমাদের এই সংলাপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’</p>