<p>সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম এবং ঢাকা বিশ্ববিদ্যাল শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েমের। তবে এখনও খুঁজে পাওয়া যায়নি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হসনাত আব্দুল্লাহর ভেরিফায়েড অ্যাকাউন্ট।</p> <p>বুধবার বিকেল থেকে আসিফ মাহমুদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকজন শীর্ষ নেতার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছিল না।</p> <p>আজ শুক্রবার সরজিস আলম ও সাদিক কায়েমের আইডি খুঁজে পাওয়া যাচ্ছে। ফেসবুকে ফিরে একটি পোস্ট দিয়েছেন সাদিক কায়েম। তিনি বুধবার রাতে লিখেছেন, 'আমি জানি না পথ ও পথের দূরত্ব, জানি না বরফ ঢাকা নদীর ঘনত্ব, শুধু জানি এই গন্তব্যের বাড়ি,  হোক না যতই দূরে, দিতে হবে পাড়ি...'।</p> <p>এর আগে গতকাল বৃহস্পতিবার সচল হয় অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের আইডি।</p> <p>কবে এখনও ফেসবুকে খোঁজ মেলেনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহসহ বেশ কয়েকজনের। এ তালিকায় আরো আছেন বৈষাম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আবদুল্লাহসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আরো কয়েকজন।</p> <p>জানা যায়, হ্যাকার গ্রুপ কর্তৃক আইডি ডিজেবলের শঙ্কা থেকে সতর্কতাস্বরূপ তারা আইডিগুলো ডিঅ্যাক্টিভেট করে রেখেছে। এরই মধ্যে Crack Platoon-Bangladesh Cyberforce নামে একটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে যে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি ও পেজ ডিজেবল করা হয়েছে।’ পেজে বলা হয়, স্বাধীনতাবিরোধী প্রচারণায় জড়িত থাকার অভিযোগে সাইদ আব্দুল্লাহর পেজটি ফেসবুক থেকে রিমুভ করা হয়েছে।’</p>