<p>কুয়াশার ঘনত্ব কমে সূর্যের দেখা মেলায় শনিবার তাপমাত্রা বেড়েছে দেশের অনেক অঞ্চলে। ছিল না হাড়-কাঁপানো উত্তুরে বাতাস। সব মিলিয়ে তিন দিন ধরে চলা তীব্র শীত থেকে কিছুটা স্বস্তি মিলেছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দাদের। </p> <p>আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশে রবিবার ও আগামী সোমবার দিনরাতের তাপমাত্রা বাড়তে পারে। সেই সঙ্গে কুয়াশা আরো কমে সূর্যের আলোর প্রাপ্যতাও বাড়তে পারে। ফলে কিছুটা কমতে পারে শীতের তীব্রতা। তবে চলতি সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে আবার দিনরাতের তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ ফিরে আসার আশঙ্কা রয়েছে। </p> <p>আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক কালের কণ্ঠকে বলেন, শনিবার কুয়াশা কিছুটা কমেছে, সূর্যের দেখাও মিলেছে। ফলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আশা করছি, রবি ও সোমবার পরিস্থিতির আরো কিছুটা উন্নতি হতে পারে। কুয়াশার ঘনত্বও কমতে পারে এই দুই দিনে। আগামীকাল রবিবার কোনো কোনো অঞ্চলে দুপুর পর্যন্ত কুয়াশা থাকতে পারে। তবে সোমবার থেকে কুয়াশা সকাল পর্যন্ত থাকার সম্ভাবনা বেশি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সেই ‘পানামা ফারুক’ই তাহসানের শ্বশুর" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/04/1736001498-7dd8766a626322140650188234a6cd50.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সেই ‘পানামা ফারুক’ই তাহসানের শ্বশুর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/04/1464915" target="_blank"> </a></div> </div> <p>আগের দিন দেশের ১৩ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেলেও গতকাল তাপমাত্রা বাড়ায় অনেকটাই উন্নতি হয়েছে পরিস্থিতির। </p> <p>আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার শুধু উত্তরের জেলা পঞ্চগড়েই সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে ছিল। দেশের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে এই জেলায়। জেলার তেঁতুলিয়ায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ ডিগ্রি।</p> <p>আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রাও আবার কিছুটা কমতে পারে। বৃষ্টির পর আবার ফিরে আসতে পারে শৈত্যপ্রবাহ।</p> <p>এ বিষয়ে আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, ‘৭ ও ৮ জানুয়ারি (মঙ্গল ও বুধবার) দেশের উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে এ দুই দিন দিনের তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে। তবে বৃষ্টির পর আবার দিন ও রাতের তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে। আশঙ্কা করছি, ১০ বা ১১ জানুয়ারি (শুক্র বা শনিবার) থেকে আবার শৈত্যপ্রবাহ আসতে পারে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সেই চক্রের বিষয়ে ফের সতর্ক করলেন নাহিদ ইসলাম" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/04/1736005318-61f34dae94a0e8e5a46ebd74152539f3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সেই চক্রের বিষয়ে ফের সতর্ক করলেন নাহিদ ইসলাম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/04/1464932" target="_blank"> </a></div> </div> <p>আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে আজ। সারা দেশে আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। কিছুটা বাড়তে পারে রাতের তাপমাত্রাও।</p>